পৃথিবী পরিভ্রমণের পর
অঘ্রানের মুখোমুখি বসেছিলাম আমরা দুজন।
নীরব সংগোপন শেষে
জেনেছি তুমি আমি মহৎ মৃত্যুরে
পাড়ি দিয়ে জন্মেছি কোনো এক মাতৃজঠর ।
উর্বর চৈতন্যে ফসলের বীজ
ক্রমাগত বাড়ছে কেবল; আমাদের
ধাবমান কালের মৃত্তিকার মায়ায়
চক্রব্যূহ ভেদ হবে না আর!
কার্তিকের আকাল সায়াহ্নে
আবার দেখা হবে অঘ্রানের
এক পূর্ণশশিকলায় তোমার আমার।