অণুগল্প-জলছা্প / দালান  জাহান

অণুগল্প-জলছা্প / দালান  জাহান

আষাঢ় মাস সারাদিন ধরে বৃষ্টি পড়ছে। কখনো উঁকি দিচ্ছে রোদের তেজস্বী ফণা। আবার শুরু হচ্ছে মেঘ ডাকার শব্দ। একদল শিশু বৃষ্টিতে ভিজছে আর বলছে – মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে খেঁকশিয়ালের বিয়ে হচ্ছে।

এক প্রকার ঝামেলায়ই পড়ে দ্রুত বিয়ে করতে হয়েছে আফরানকে।
বারান্দায় বসে বই পড়ছে সদ্য বিয়ে করা আফরান। কিন্তু বৃষ্টির অবাধ বয়ে চলা গতি যেন তার দৃষ্টি কেরে নিয়েছে, সে এক নজরে তাকিয়ে দেখছে বৃষ্টির ফোঁটা।

কাছেই নতুন বউ মেহেদী রাঙা হাত শাড়ির ভাঁজে ভাঁজে ভালোবাসার গন্ধ। পুরো ঘরটাতে প্রবাহিত হচ্ছে স্বর্গীয় হাওয়া। নতুন বউ লাজুক ঠোঁট দুটো বাঁকিয়ে বললো, “কিছু খাবে “? আফরান বললো “না কিছু খাবো না বৃষ্টি দেখছি” তবুও নতুন বউ আদর করে ঝাল মুড়ি  নিয়ে এলো এবং বসলো জানালার কাছে পাশের মোড়াটাতে।

আফরান ভাবছে – সামান্য একটা জলের ফোঁটা মাটিতে পড়ে কেমন লাফিয়ে উঠে। নতুন বউ তখন মুখের দিকে তাকিয়ে বললো কি ভাবছো? আফরান বলল -” না কিছু না।” বউ তখন জোর দিয়ে বললো, তুমি অস্বীকার করছো কেন? বলো! আফরান তখন বললো, দেখো বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ে কেমন আহুতুকের মতো লাফিয়ে উঠল?

নতুন বউ বললো – “মানে কী বলছো তুমি?আমি ত কিছুই বুঝিনি!” আফরান তখন বললো – বৃষ্টির ফোটা মাটিতে পড়ে লাফিয়ে উঠে গুলিবিদ্ধ মানুষের মতো। নতুন বউ তখন একগাল হেঁসে বললো – “তাই নাকি? আমিতো কখনো গুলিবিদ্ধ মানুষ দেখিনি। কিন্তু একজন হত্যাকারীর জলছাপ দেখেছি।” বৃষ্টি ভেঙে পড়ছে হুইশেলের শব্দ।

 

১২১/২ তেজগাঁও,শাহীনবাগ , ঢাকা ।

[লেখাটি ছাইলিপির শারদ  সংখ্যা থেকে সংগ্রহীত ,ছাইলিপির শারদ সংখ্যা পড়তে এখানে ক্লিক করুন ]

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
জীবনানন্দ'র প্রতীক্ষায় -রঞ্জনা মন্ডল মুখার্জি | জীবনানন্দ সংখ্যা

জীবনানন্দ’র প্রতীক্ষায় -রঞ্জনা মন্ডল মুখার্জি | জীবনানন্দ সংখ্যা

 রঞ্জনা মন্ডল মুখার্জি  তোমায় আজও খুঁজে চলেছি, রূপসী বাংলার প্রান্তরে,দেউলে, নদীতটে, রূপসার জলে,গাঙুরের তীরে, জলঙ্গীর ঢেউয়ে, ধলেশ্বরীর তীরে আজও বসে আনমনে…. তোমার প্রতীক্ষায়..! আমি আজও চেয়ে ...
দুটি কবিতা

দুটি কবিতা

সোমা মুৎসুদ্দী এক. শেখ মুজিবুর রহমান আকাশ, বাতাস, পাহাড়,নদী ডেকে কয় যার নাম তিনিই হলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। যার ডাকেতে বীর বাঙালি যুদ্ধে ...
সৌরভময় পল্লবিত শেখ মুজিব

সৌরভময় পল্লবিত শেখ মুজিব

মেহেদী হাসান যখন ঝড়-ঝঞ্জার মহাপ্লাবনে প্লাবিত এই দেশ, অবহেলা-বঞ্চনার আঘাতে কাতর জনগণ, তুমি হিমালয় বুকে রুখেছো সব বাধার দেয়াল। হয়েছো হতভাগা এই জাতির কাণ্ডারী। যখন ...
গল্প - ভাঙা জানালার জার্নাল

গল্প – ভাঙা জানালার জার্নাল

আশিক মাহমুদ রিয়াদ শো শো শব্দ হচ্ছে। এ শব্দের উৎপত্তি বাতাস থেকে। জানলার গ্লাসে ফাঁক দিয়ে বাতাস ঢুকে এ শব্দ তৈরী করছে। মনে হচ্ছে সমুদ্রের ...
জন্ম জননী

জন্ম জননী

 |আরিফুল ইসলাম আকাশ     ভূবন  এর স্বর্গ  হইয়াছে মা, কী করিয়া ভুল  তাহা? যিনি করিয়াছে গর্ভে ধারণ,  যদি নাহি শোনো তাহার বারণ, তবে বুঝিও হে ...
মুক্তিযুদ্ধের গল্প - নর্তকী

মুক্তিযুদ্ধের গল্প – নর্তকী

জোবায়ের রাজু    সজলের কাছ থেকে প্রথম যেদিন প্রেমপত্র পেল মিতা, সেদিন শাকিলকে আবার মনে পড়ে গেল। এই ছেলেটা দিনের পর দিন মিতার পেছনে সময় ...