অনঞ্জন
হে নীল সমুদ্রের পাতাল ঘোর
বিষণ্ণ করো তোমাদের অন্ধকারে
মৃত বিবেকের ছায়াটাই সম্বল
কাঙাল শূন্য-বাতাসেই কড়া নাড়ে।
শব্দ যখন শব্দকে খোবলায়
দারুণ লজ্জা চেটে নেয় যত পাপ
বাহারি সুখের স্বপ্নের আহ্বান
তলিয়ে যাওয়ার সীমানাও মুছে যাক।
পাপ যেমন নরকে মিশে যায়
অমোঘ লীন হয় অসীমের নিঃশ্বাসে
দৃষ্টির স্রোতে দিগন্ত ছলকায়
সময় পার হয় পথিকের আশ্বাসে।
বিষণ্ণ চোখে আগুণ খেলা করে
আগুণের আছে নিজস্ব প্রতিশোধ
ঝড়ের দাপটে শিবকে দোষী করো
অতটাই তুমি অতটাই নির্বোধ।