রাফিজা সুলতানাকবিতা- রুদ্রাক্ষমালা
সকল চাওয়া হয়না পাওয়া
জীবন তরীর খেয়ায়
চাওয়া গুলো সব ভেসে যায়
শেষ বিকেলের ভেলায়।
জীবন তরী থমকে যায়
মাঝ সমুদ্রের দেশে
না চাওয়ায় পাওয়া স্বপ্নগুলো
আকাশে ভাসে হেসে হেসে!
ইচ্ছের স্বাদ তিক্ততায় ভরে
পান করে বিষের অমৃত
কফিনে মুড়িয়ে মাটির চাপায়
গভীর নিশিথে হয় সুপ্ত।
সীমার মাঝেই থাকতে হয় চাওয়া
অসীমে তা অমবস্যার চাঁদ
না পাওয়ার সাগর বর্ধিষ্ণু বটে
ভেঙে যায় বিশাল চাঁদের হাট।
চাওয়া গুলা অপূর্ণতায় ভোগে
পাওয়া নামক ভ্যাক্সিনের অভাবে
কিছু চাওয়া মিশে থাকে
ভালোবাসার অনুভবে!
চাওয়াটা যদি না হয় পাওয়া
থাক না তা অধোরায়
ঘোড়ারোগ বাধিয়ে কি আর হবে
বাঁচিনা “অতৃপ্ত চাওয়ায়”!