আজকাল নিজেকে আমার মায়ের প্রতিবিম্ব মনে হয়,
বলতে গেলে সব মেয়েকেই তাই মনে হয়।
একটু একটু বড় হয়েছি আর মায়ের কাছ থেকে,
আস্তে আস্তে দূরে সরে গেছি।
একই ভাবে আমার মেয়েরা বড় হচ্ছে,
আর আমার সাথে তাদের দূরত্ব বাড়ছে।
আমি যেমন ব্যস্ত হয়ে পড়েছিলাম,
আমার সংসার সন্তান আর আমাকে নিয়ে।
আমার মাও হয়ত তেমনি একদিন,
তার সংসার সন্তান আর নিজেকে নিয়ে ব্যস্ত ছিলেন।
আবার আমার মেয়েরাও ব্যস্ত হয়ে পড়বে,
তাদের সংসার সন্তান আর নিজেকে নিয়ে।
সময়ের আবর্তে মা আজ এক অর্থে একা,
আমার আগামী বলছে আমিও এগিয়ে যাচ্ছি একাকীত্বের বারান্দায়।
সীমান্তের এপার ওপারের মাঝের দেয়ালে কিছু ছবি এঁকে যাওয়া,
যার কিছু সত্যি কিছু কল্পনা।
এযেন সেই ,
শূন্য থেকে যাত্রা শুরু করে শূন্যে ফিরে আসা।।