আশিক মাহমুদ রিয়াদ
এত মিথ্যের ভীড় চাই না আমি!
চাই না এই কর্কষ রাজপথ..
চাই না আমি অযাচিত শাপ..
যা পড়ে আছে নীল খামে, লাল ঠোঁটে!
তোমার হাসিতে আমার হৃদস্পন্দন কাঁদে…
মুক্তি চাই শোকের স্লোগানে..
আমার একটু করো কবর নিও..
তোমার বেদনাশিক্ত..বাগানে!
কষ্ট দিও.. জ্যোৎস্না রাতে..
চিরলপাতার ফাঁকে দুঃখ কাঁদে..
মৃতরাও ডাক পাঠায়..।
আমাবস্যা বিলাস শোকে..
নীল পাপের হাঁসে তোমার শরীরে
আমি মৃতদের ভীড়ে পড়ে রই
অপার্থিব অবাঙ্মনসগোচরে
ভেবে নিও আমি আছি তোমার গন্ধে…
রক্তের পাত্রে, পাপের খাতায়..
রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায়,
শান্ত মেঘ গুলো কোথায় হারায়?
কোথায় বৃষ্টি নামে..
তোমার চোখে কার প্রতিচ্ছবি
আমি ডুবি নীল হৃদে…
এই কর্কষ কদার্য..মেঘফুল আমি চাই না..
আমায় শুধু মুক্তি দাও এই বেলায়..
কোষাগারে যত হিসেব জমে আছে..
মিটিয়ে দিয়ে যাবো আঁধার রাতে..
তারা আমায় নিতে এসেছে ,
দূর থেকে অনেক দূর থেকে
ভালো থেকো..নীল ফুল…!
ভালো থেকে আমার প্রিয় অপ্রিয় বাসনা..
ভালো থেকো আমার দুঃর্ভাগ্যের সময়..
তুমি বরং হার মেনো না!