|রেজা করিম
অভিমান ভুলে গেলে ফিরে এসো,
ঠাঁয় দাঁড়িয়ে আছি আজও –
সেখানেই,
যেখানে শুরু হয়েছিলো আমাদের
ভালোলাগা ভালোবাসা খুনসুটি বিশ্বাস।
এখানেই
এসো, যুগল নিঃশ্বাস নেবো
কাশফুল চাদরের ভাজে ভাজে,
প্রথম চাষের মতো কোদালি মেঘের ছায়ায়।
অনুরাগের ভৈরবীরাগ থেমে থেমে
সুরেলায় ডেকে যায়,
আয় আয়, আয় খুকু ছোটাছুটি করি
ধানসিড়ি মাঠের আলপথে –
বিষণ্ণ বেলার আসন্ন খেলায়।
ভুলহীন ভালোবাসা কোনো ভালোবাসা নয়,
কখনো সরল হয় কি কোনো নদী ?
মৃদুমন্দ বাতাস বয় কি বারোমাস ?
পাহাড়ি জমিন রয় কি সমতল কোনোকালেই ?
তবে, ভালোবাসা কেন হতে হবে
নিস্তরঙ্গ জ্যোৎস্নার মতো সাদামাটা ?
ভালোবাসা অবিকল শরতের মতো –
এই বৃষ্টি এই রোদ্দুর,
যদ্দুর দৃষ্টি তদ্দুর তুমি।
না হয় অভিমান ধরে রেখে ফিরে এসো,
ভালোবাসার পেলব মালিশে
মুছে দেবো সব অভিমান,
নোনা জলে ধুয়ে দেবো
হৃদয়ে বোনা রাগ অনুরাগ দুঃখ ক্ষত।
মনে রেখো –
ভালোবাসা শুধু ভালোবাসা দিতে পারে,
অবশেষে নিতে পারে না কিছুই।