অমর একুশে গ্রন্থমেলায় আসছে যৌথ বই “ইতিকথা”। লেখক ভারত ও বাংলাদেশের লেখকদের যৌথভাবে রচিত।
ইতিকথা মূলত গল্পগ্রন্থ ধর্মী। এখানে রয়েছে বিভিন্ন লেখক এর বিভিন্ন গল্প। এর শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন গল্প রয়েছে সাথে বিভিন্ন রকম চরিত্র। এই গল্প গুলো পড়তে চাইলে অবশ্যই বইটি আপনাকে সংগ্রহ করতে হবে।
” প্রত্যেকদিন দু’জনে মিলে জ্যোৎস্নাবিলাসী করতে করতে এক কাপ চায়ে সুখ বিনিময় করতে চেয়েছিলাম। আমার চাওয়াটা বোধহয় খুব বেশি হয়েছিল। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।”
এই দুই লাইনের কথাটা আমাকে বড্ড পীড়া দিচ্ছে। কাগজের ভাঁজটা যেমন ছিল তেমনভাবেই পকেটে রেখে দিলাম। খেয়াল করলাম আমার চোখ দুটো ঝাপসা হয় আসছে। কথায় আছে, “প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সে তার প্রতিশোধ নিয়েই ছাড়ে।” যেমন আমার সব থেকেও নিঃস্ব এক আমি।
———এক কাপ সুখ
———সোহা রহমান
বই: ইতিকথা
ধরণ: যৌথ সংকলন (২৩ জন সমসাময়িক লেখকের লেখা নিয়ে)
প্রচ্ছদ: তাহমিনা রহমান
প্রকাশক: সমযুগ
মুদ্রিত মূল্য: ২৮০৳