রাফিকা আক্তার মিম
লাগল বুঝি মোর প্রানে অষ্টাদশীর ছোঁয়া
নবীন রূপে সাজলো দেখ প্রবীন এই ধরা
কবি-কাব্য,সুর-তাল,সবই লাগে ভালো
সাগর-নদী,আকাশ-বাতাস সাথে ব্যঙের ডাকও,
ঘুম ভাঙা মোরগের ডাক তাও ভালো বাসি
পদ্মগোখরার ফণা দেখে খিলখিলিয়ে হাসি।
নিস্তব্ধ রাতে নেড়ি কুকুর ডাকে
আনমনে চেয়ে রই তোমার দিকে।
লজ্জা পেয়ে কালো মেঘে ঢেকে যেও না
তোমার চোখেই যে দেখি তাকে।
তারার মতো প্রহর গুনি, কিন্তু কেন?
তা অজানা।
লোক মুখে শুনি তুমি ভিষন রাগী
তোমায় দেখা আমার যে আরো অনেক বাকি।
নও তুমি রাগী,তুমি অভিমানী।
অষ্টাদশীর ছোয়া!ভালো না বেসে পারি?
ভর দুপুরেও প্রহর গুনি,কিন্তু কেন?
তা অজানা।
পরন্ত বিকেলে শিশুর আদর,খেলার তালবাহানা
নিঝুম সন্ধ্যায় বাড়ি ফেরা পাখিদের শত বায়না
অষ্টাদশীর ছোয়া!ভালো না বেসে পারি?
বকুল,বেলির আকুল আবেদন দুলবে বলে খোপায়
জোনাকিরা প্রদীপ জ্বেলেছে ছুটবে জোরে বোধ হয়।