অহংকার   

অহংকার   

গোবিন্দ মোদক 

 

‘রেইনি ডে’ ঘোষণা করেছেন হেডমাস্টার। গুটিকয় যে ক’জন ছাত্র-ছাত্রী এসেছিল তারা সব চলে গেছে। এতো বৃষ্টিতে বের হবার উপায় নেই — তাই কথা হচ্ছিল টিচার্স রুমে বসে। কেন জানিনা আজ এই অবিশ্রান্ত বৃষ্টির দিনে খিচুড়ি ও ইলিশ কিংবা ছোটবেলায় বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসানোর মতো কোনও বিষয়ে আলোচনা হচ্ছিল না — কথা হচ্ছিল অহংকার নিয়ে। 

         ইংলিশের টিচার দীপক বলে উঠলো — স্বাগতার খুব অহংকার, রূপের অহংকার ! দীপককে সমর্থন করেও পৃথ্বীশ বললো — আহা অমন চাঁদনী রূপ ! যেন শ্রীদেবীর ছোট বোন, অহংকার হবে নাই বা কেন !

           অংকের সৌম্য গম্ভীর স্বরে বললো — হুম্ ! ঠিকই ! তবে স্বাগতার রূপের অহংকার থাকলেও শ্রীতমার অহংকার ফিগারে !

        — ঠিক বলেছো ব্রাদার ! দেখতে হয়তো অতটা সুন্দরী নয়, তবে ওর চলন গমন দেখলে যে কোন পুরুষের বুকের রক্ত ছলকে উঠবে ! আহা ! কী ফিগার ! বত্রিশ — চব্বিশ — ছত্রিশ ! অর্ধনিমীলিত চোখে ফোড়ন দিলো বায়োলজির অনুপ।

         — তবে, পাঞ্চালী কিন্তু খুব শোবার ! ছিমছাম সুন্দরী ! রূপ তেমন কিছু নেই, তবে আলগা একটা শ্রী আছে যাকে বলে লাবণ্য ! তবে কিন্তু কোনও ভ্যানিটি নেই, একেবারে নিরহংকারী ! তদ্গত ভাবে বললো  বাংলার অনুপম। 

       — আরে রাখ তোর নিরংহকারী ! অমন মনে হয় !  মেয়েদের আবার অহংকার থাকবে না ! নিজের কোন অহংকার না থাকলেও, বর ভালো চাকরি করে — তার অহংকার হবে !  কিংবা ছেলে পড়াশোনায় তুখোড় — তার জন্য অহংকার হবে ! কিংবা বাপের বা শ্বশুরবাড়ি প্রচুর আছে — তার অহংকার হবে ! অহংকার থাকবেই ! টেবিল চাপড়ে বললো কেমিস্ট্রির সোমনাথ !

       — তা থাকতে পারে ! তবে আমার কিন্তু মনে হয়েছে পাঞ্চালীর অহংকারটা তেমন নেই ! পুনরায় বলে অনুপম।

       — এই তো ভাই ! তোমার গ্রামারে গলতি হয়ে যাচ্ছে !  মানে গলতি সে মিসটেক্ ! আসল কথাটা হলো — “ওর কোনও অহংকার নেই” – এটাই হলো ওর অহংকার !

         সোমনাথের কথা বলার ধরণে সবাই উচ্চৈঃস্বরে হেসে ওঠে !

 

রাধানগর, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ভারত 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
এবার মরু: প্রথম পর্ব

এবার মরু: প্রথম পর্ব

গৌতম সরকার তখন ওমিক্রনের ভয় জাঁকিয়ে বসেছে, ব্রিটেন-ইউরোপের বেড়া টপকিয়ে ভারতেও ঢুকে পড়েছে এই ভাইরাস, মানুষকে বাইরে বেরোতে হলেও প্রতি মুহূর্তে সন্ত্রস্ত থাকতে হচ্ছে, সেইরকম ...
আমি হাঁপিয়ে গেলো, শাকিব নিজেকে পুরো উজার করে দিয়েছেন: মিমি চক্রবর্তী

আমি হাঁপিয়ে গেলো, শাকিব নিজেকে পুরো উজার করে দিয়েছেন: মিমি চক্রবর্তী

বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখনো চলছে ‘তুফান’ ক্রেজ। সব বয়সী মানুষ ছুটছেন শাকিব খান-চঞ্চল চৌধুরী এবং ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত সিনেমাটি দেখতে। হলগুলোতে ‘তুফান’ ...
কিভাবে প্রচলন হলো দুর্গাপূজার? ( Durga Puja - 2022)

কিভাবে প্রচলন হলো দুর্গাপূজার? ( Durga Puja – 2022)

শরতের স্নিগ্ধবাতাস, বাতাসে মিষ্টি গন্ধ । আকাশে সফেদ মেঘ, নদীর দুই ধারে ফুটেছে কাশফুলের সমারোহ। সেই নদীর ধার ধরে “বলো দুজ্ঞা মাঈকী” বলতে বলতে এগিয়ে ...
এই সমাজে অনিয়ম হয় রোজ

এই সমাজে অনিয়ম হয় রোজ

মানজুলুল হক সমাজের রীতিনীতি হচ্ছে হয়, বৈষম্য থেকে যায়, কোথাও মানুষ মানুষ নয়, মানুষগুলো বিক্রি হয়। সেই শহরেই সমাজ গড়ে অন্যায় মাথা তোলে, মিথ্যের আড়ালেতে ...
সাদা সাদা কালা কালা লিরিক্স | Shada Shada Kala Kala Lyrics

সাদা সাদা কালা কালা লিরিক্স | Shada Shada Kala Kala Lyrics

 ইতিমধ্যেই অনলাইন জুড়ে ভাইরাল হয়েছে  সাদা সাদা কালা কালা গানটি। বর্তমান সময়ে জনপ্রিয় এই গানটি গেয়েছেন আরফান মৃধা শিবলু। গানের সুর দিয়েছেন ইমন চৌধুরী। সাদা ...
ঈদুল ফিতর

ঈদুল ফিতর

মহীতোষ গায়েন ঈদের চাঁদ মন আকাশে হৃদয়ে ভালোবাসা সমূহ সমাজে সবুজ মনে নতুন স্বপ্ন আশা, শান্তি,মৈত্রী,সম্প্রীতি; ঈদের আনন্দ উৎসব ভেদাভেদ যায় মান অভিমান মুছে যায় ...