আগামী পরশুর মৃত্যুর মৃদুমন্দ ঘ্রাণ- ও য়া সী ম ফি রো জ

আগামী পরশুর মৃত্যুর মৃদুমন্দ ঘ্রাণ- ও য়া সী ম ফি রো জ
আমার ভিতরে কয়েকটি শুভপাখি সবসময় কেঁদে চলে –
অনবরত শুভতার সবুজাভ আশে ;
একসময় দিশাহীন উড়ে যায় পরিযায়ী পাখির মতো ঐ দূর দূরের আকাশপানে !
আমি কালসিঁটে বসন্তদাগের মতো পরেথাকি দুঃখেরঝাঁপি-
আমার দুঃখ শুধু দীর্ঘশরীর নিয়ে এগিয়ে যায় সবুরের জামাপরে ।
এইসব পথ আমার শেষ হয়না-
জানি এইসব ধূসর পথ শেষ হবেনা কোনোদিনও আমার আর!
অন্ধকারের আলোর ভিতর হতে চেয়ে দেখি গেরুয়া রঙের পাঞ্জাবিপরে ঐপথে হাঁটে –
শুদ্ধতম কবি জীবনানন্দ দাশ, সজল সমুদ্র আর আমি ।
যেতে যেতে আমাদের নাসারন্ধ্রে ভেসে আসে অঘ্রাণের ধানের মায়াবিনী গন্ধ ;
আমরা যাত্রাপথে এইটুকু আনন্দ ধরেরাখি আমাদের স্ব স্ব হাতরুমালের বুকের ভিতর !
এই যা পাই আমাদের একজীবন –
গরম চায়ের পেয়ালার মতো ধূমায়িত আনন্দ ।
তারপর আরো আছে আমাদের চোখে খেলা করতে থাকে-
আগামী পরশুর মৃত্যুর মৃদুমন্দ ঘ্রাণ

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
নক্ষত্রের প্রতিবেশী

নক্ষত্রের প্রতিবেশী

সুজন আরিফ তোমার দোষ একটাই,তুমি কেন নক্ষত্রের প্রতিবেশী জানতো,সুদূরে চোখ রেখে- উড়ন্ত পাখি দেখা আমার বহুদিনের স্বভাব স্পর্শের নামতায় উড়িয়ে দিই প্রণয়ের দারুণ ফানুস ভেঙে ...
আহমেদ সুমন এর দুটি কবিতা

আহমেদ সুমন এর দুটি কবিতা

|আহমেদ সুমন  মেহনতী জনতা ঐ যে দেখ  দিগন্ত জোড়া ফসলে ঘেরা গ্রাম, প্রতি শস্যে মিশে আছে দেখ কৃষকের তাজা ঘাম। দুইটি হাত শুধু হাত নয় ...
কবিতা- বাংলা ভাষা

কবিতা- বাংলা ভাষা

কৌশিক সোম বাংলা ভাষা উড়িয়েছে নিশান বিশ্ব দরবারে, বাঙালি হয়ে বাংলা কেন বলতে লজ্জা করে! বিশ্ব মাঝে বাংলা বলে ২৬ কোটি প্রতিদিন, এমন ভাষায় সমৃদ্ধ হও নইযে মোরা দীন। এ ভাষায় গায় জাতীয় ...
ভাষাচিত্র

ভাষাচিত্র

সুদীপ কুমার চক্রবর্তী বর্ষকালীন শোকপ্রস্তাবে এখন ভাষার লাভা উদগীরণ। হারানো গল্পে কবিতায় ইতিহাসের আলোকলিখন। সত্যিই কি এসব আমাদের ভাষার অস্মিতা – প্রাণঢালা ভালোবাসায় ! সন্দেহ ...
মেয়েটা-ডঃ গৌতম সরকার / সাপ্তাহিক সংখ্যা-১৮

মেয়েটা-ডঃ গৌতম সরকার / সাপ্তাহিক সংখ্যা-১৮

ডঃ গৌতম সরকার   ‘এই মেয়েটা ভেলভেলেটা ‘ আমার সঙ্গে যাবি ! অনেকদিন ভাত খাসনি পেট ভরে ভাত খাবি…!   এই মেয়েটা…..ভিক্ষে করিস !!! আমার ...
তবে তাই হোক | সাপ্তাহিক স্রোত । দশম সংখ্যা

তবে তাই হোক | সাপ্তাহিক স্রোত । দশম সংখ্যা

|মৌটুসী চাকমা . যদি শুধুমাত্র নিঃশ্বাস নেয়াকে বেঁচে থাকা বলে তবে তাই হোক যদি কেবল হেঁটে চলে বেড়ানোকে বেঁচে থাকা বলে তবে তাই হোক যদি ...