নিশিকান্ত রায়
স্কুল ছেড়ে পথ গেছে আঁকাবাঁকা হয়ে
কয়েকটা বাড়ির পরেই নদী
ওপারে ঘন সবুজের ক্ষেত
তার উপর দিয়ে চোখে চোখে দিগন্তের নীল।
মাখামাখি রোদ্দুরে চিকচিকে তুমি
এইমাত্র পেরিয়ে গেলে জোনাকির মাঠ।
পিছনে ছুটতে গিয়ে দেখি ট্রেনের হুইসেল
রেলক্রসিং ধরে অপেক্ষার ছন্নছাড়া রঙ
শূন্য রেখা ধরে হাঁটছে সুখের অসুখ।
পথগুলো খুলে ফেলে সমস্ত ভাঁজ
যেখানেই দাঁড়ানো তুমি ওখানেই তুঁত গাছ
ওখানেই বনবরুইয়ের ঝোপে দোলানো সবুজ।
দুরন্ত রেললাইন ধরে ছুটে চলা ফাল্গুনী দিন
সময়ের ডানা ভেঙে খসে পড়ে ঝর্ণার মতো।
বুকের কোটরে রাঙা কপোতের ডাকে
রাতের দুচোখ জুড়ে আলোকের নড়াচড়া।
আলপথ ধরে হাঁটতে হাঁটতে দেখি
পান্তা পিঁয়াজের ঘ্রাণের পাথারে
মিশে আছ ঢলঢল মায়াবী রমনী।
দুহাতে আদিম রোদ ফুল ও ফসল
মৌমাছি মৌলিক প্রেম।
ছেড়ে আসা পাঠশালা থেকে আজও তুমি
উদাস ফাগুন মেখে চেয়ে আছ বর্ণমালা ফুলে।
থানাপাড়া, লালমনিরহাট সদর, লালমনিরহাট।