হামিদা আনজুমান
একটা চিঠি লিখব তোমায় বলে
কত ফাগুন দোল দিয়ে যায় চলে।
কিশলয়ের সবুজ ছুঁয়ে ছুঁয়ে
ভ্রমর যখন ভালোবাসায় নুয়ে
বলে কথা ফুলের কানে কানে
আমার হৃদয় তখন হাসে গানে
তোমার টোল আর মিষ্টি হাসির টানে।
সেই হাসিটা অন্ধ করে আমায়
চলতি পথে চরণ দুটি থামায়
মন ছুটে যায় তোমার বামে ডানে
নদী যেমন চলে সাগর পানে
এই জীবনে পাইনা তো আর মানে।
আজ ফাগুনে সত্যি তোমায় চাইব
তোমায় নিয়ে প্রেমের তরী বাইব।।