ইন্টারনেট থেকে পাওয়া
মায়ানগরীর রাস্তাতেই হেনস্থার শিকার ‘বিগ বস’ খ্যাত আয়েশা খান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তুলে ধরলেন ভয়ংকর অভিজ্ঞতার কথা। তাও আবার একটি নয়, বেশ কয়েকবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। সেই প্রসঙ্গে বলতে গিয়েই বলেন ‘একবার ফটোশুটের কথা চলছিল। আমার জন্য ৩-৪টে পোশাক আনা হয়েছিল। তারমধ্যে একটি কালো নেটের জামাও ছিল যেটা পরে আমাকে ছবি তুলতে বলা হয়েছিল। আমি ভেবেছিলাম আমি ভেতরে অন্তর্বাস পরে নেব। কিন্তু তারা আমাকে সেটা পরতে মানা করেন।’
শুধু তাই নয় আয়েশার সামনে মাধুরী দীক্ষিতের ও উদাহরণ টেনে বলা হয়েছিল, ‘তাঁরা আজকে কীভাবে এত নাম কামিয়েছে?
এইভাবেই তো!’ তারপর আরেকটি ঘটনা ঘটেছিল মুম্বইয়ের রাস্তায়। অটো করে যাওয়ার সময় আয়েশাকে পিছন থেকে এক ব্যক্তি অনুসরণ করছিলেন। শুধু তাই নয়, আয়েশার অটোর কাছাকাছি এসে তাঁর শরীরের অংশও স্পর্শ করতে চান সেই বাইক আরোহী। আর এর পরের ঘটনাটি একেবারে শিহরণ জাগানোর মতো। আয়েশার কথায়, ‘আমি সেই সময় মালাদে থাকি। একদিন বিকেল বেলা আমার ফ্ল্যাটের সামনে ফুচকা খেতে নীচে নেমেছিলাম। হঠাৎ করে এক মধ্যবয়স্ক ব্যক্তি এসে আমাকে বলেন, বাহ.. তোমার স্তনগুলো তো খুব সুন্দর! লোকটার কথায় আমি রীতিমতো চমকে উঠেছিলাম।’
আয়েশার কথায়, ”আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছি বলেই যে আমাদের এটা সহ্য করতে হয়, তা নয়। আমরা মেয়েরা সত্যিই মাঝে মধ্যে খুব অসহায়বোধ করি।”