আপন শব্দটা
খুঁজছি ঊষা আর গোধূলির মাঝে
কিন্তু সব মানুষরূপী পশু গুলি
হায়েনার মত চোখ রাঙা করে দেখে
সূর্য ব্যঙ্গ করে হেসে দ্যাখে করুন দশা
আর মহা আনন্দে পালিত করে বিজয় উৎসব
রাত ডেকে বলে তুই তো আমার আপন বন্ধু।
বিশ্বাস যোগ্য শ্বাস বায়ুর পরিমান শুন্য
মেলে না নিউটনের তৃতীয় সূত্র
চেনা পথে সৃষ্টি হয়েছে অনেক ক্ষত
দূর্বা ঘাসের মত হামাগুড়ি দিয়ে চলি
তবুও আপন শব্দটা খুঁজে পায়নি
রাত বলে আপন শব্দটা অর্থের হাতে বন্দি।
পশ্চিমবঙ্গ,ভারত ।