(এক).
আমি শত সহস্র রাতের উপোস হতে রাজি আছি
কবি__শুধুমাত্র একটি কবিতার জন্য
মোলায়েম শব্দের শীতল স্পর্শে
হৃদ দ্বিখণ্ডিত হয় হউক
ভালোবাসার আনুসাঙ্গিক’তায়,
বিরহ থাকাটাই শ্রেয়
মানসী’কে আরও স্থায়িত্ব দিন___কবি
প্রণয়ে স্বার্থ থাকতে নেই ।
(দুই).
শব্দের মৌন সম্মতি নিয়ে
কবি___আমাকে লিখুন, শব্দের রূঢ় ভঙ্গিমায়
আক্ষরিক অর্থ
এমনটা রাখুন__জলোচ্ছ্বাস
অথবা, জ্বলন্ত দীপ্ত শিখা
বরাবরের মতো কাঠিন্য
বিনয়ী কিংবা নমনীয় শব্দের প্রয়োজন নেই
কবি___শব্দ তো আর
বিশ্বাসঘাতক হয় না।