আমরা শোকাহত

আমরা শোকাহত

সাদিয়া সাদি

আমরা শোকাহত,
হে মুজিব তোমার জন্য শোকাহত
তুমি ছিলে স্বাধীন বাংলার উদ্দীপ্ত সূর্য।

তুমি ছিলে হাজার বাঙালির শ্রেষ্ঠ নেতা,
তুমি ছিলে বাংলা মায়ের বুক ভরা হা হা  কারের একমাত্র  শান্তনাদাতা।

তোমার জন্য সারা বাংলা শোকাহত,
মুজিব তোমার জন্য বিশ্ব শোকাহত।
হে মুজিব তুমি রবে মোর মনে,
তুমি রবে অনাগত শিশুর হৃদয় জুড়ে।

আজ লাল সবুজের উরন্ত পতাকা তোমার রেখে যাওয়া  অবদান,
বাংলার মানুষ হাজার বছরেও ভুলবেনা তোমার এই ঋণ

তুমি ছিলে ৬ দফা আন্দোলনের পথ,
করেছিলে ৭কোটি বাঙালির মুক্তির শপথ।

কোথায় পাবো
তোমারে মুজিব।

২৫ শে মার্চ প্রথম প্রহরে হানাদারের হাতে হয়েছো কারাবন্দী,
অন্যায়ের সাথে করোনি আপোষ
করোনি শত্রুর সাথে সন্ধি।

জোর গলায় করেছো তুমি
স্বাধীনতার ঘোষণা,
শত অত্যাচারেও কন্ঠে ছিল
জয় বাংলা, জয় বাংলা,জয় বাংলা।

কোথায় পাবো এমন নেতা,
কোথায় পাবো জাতির পিতা।

৭৫ রের ১৫ ই আগষ্ট সেই অন্ধকারে রাত,
শত্রুর কালো দংশনে বাঙালির পিতাকে করেছে বিষাদ।

ক্ষান্ত থাকেনি তোমাকে মেরে,
মেরেছে পরিবারকে
মেরেছে ছোট্ট রাসেলকে।

বুঝলোনা হায়নার দল কাকে মারিবো,
তার জন্যে গর্বিত বিশ্ব দরবারে বাংলার জনগন

পতাকার দিকে তাকালে মনে পড়ে তোমার কথা,
বঙ্গবন্ধু তুমি ছিলে বাংলার স্বাধীন নেতা।
এমন মুজিব কোথায় পাবো নেই কোন শান্তনা।

হাজার সালাম তোমার তরে হে মুজিব৷
তুমি ছিলে,তুমি আছো,তুমি বরে
বাঙালির হৃদয় জুড়ে।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
মাতৃদেবতা

মাতৃদেবতা

শুভাঞ্জন চট্টোপাধ্যায় ষোলোর পল্লী আর বিপ্লবী সংঘ। শৈশবের দূর্গা পুজোর কথা বললে প্রথমেই ভেসে আসে আমাদের পাড়া ঘরের এই দুই পুজো প্যান্ডেলের নাম। এরা উভয়েই ...
পেটে জ্বালা? গ্যাস্ট্রিক অ্যাসিডিটি নাকি অন্য কিছু?

পেটে জ্বালা? গ্যাস্ট্রিক অ্যাসিডিটি নাকি অন্য কিছু?

আমরা বাঙালিরা সাধারণত পেট পাতলা জাতি নামে পরিচিত। বারো মাস এই জাতির পেটে সমস্যা, সেটি বাহ্যিকভাবে হোক আর ভেতরের দিকেই হোক। পেটে গন্ডোগোল থাকবেই। কিন্তু ...
অচিনপুরের দেশে : পঞ্চম পর্ব

অচিনপুরের দেশে : পঞ্চম পর্ব

পাঞ্চালী মুখোপাধ্যায় এবং গৌতম সরকার   (পাঞ্চালী মুখোপাধ্যায়) কল্লোলিনী তিলোত্তমার মাথার ওপরেওতো এমনই গাঢ় নীল শামিয়ানা আছে; বর্ষার শেষে আর ভরা বসন্তে সেই নীলিমা মায়া ...
"বিস্মৃত সৈনিক" 

“বিস্মৃত সৈনিক” 

আব্দুল্লাহ অপু  অন্যদিনের চাইতে আজ বেশি আগে ঘুম থেকে উঠেছেন মিঃ ওডারল্যান্ড। পার্থ শহরে তাঁর সমসাময়িক বন্ধু যারা আছেন তাঁরা এত ভোরে ঘুম থেকে উঠেন ...
প্রজাপতি খেলা-আনোয়ার রশীদ সাগর

প্রজাপতি খেলা-আনোয়ার রশীদ সাগর

 আনোয়ার রশীদ সাগর   শিউলি ফুটেছিল, ঝরে যাচ্ছে; মেঘেরাও হারিয়ে যাচ্ছে নীল আকাশের আড়ালে ছায়াপথে আজ আঁধারের বিশালতা, কোন একদিন রাখালিয়া সুরে ঝরায়েছিল জোছনা স্বপ্নস্রোতের ...