Uncategorizedকবিতাছাইলিপি সম্পর্কে জানুনপ্রথম পাতাসর্বশেষহ্যাপি নিউ ইয়ার 2022

বছর ঘুরে ছাইলিপি – ২০২১

বছরজুড়ে ছাইলিপি সাহিত্য সাময়িকীতে যারা লিখেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা ! নতুন বছরে সবার পথচলা হোক মসৃণ । দারুণ ও চমকপ্রদ লেখার মাধ্যমে সাহিত্য জগত বিকশিত হোক এই কামনা। বর্ষজুড়ে ছাইলিপির সঙ্গে যারা ছিলেন তাদেরকে সম্মান জানিয়ে ছাইলিপির এই ক্ষুদ্র আয়োজন । আপনাদের লেখার মাধ্যমে ছাইলিপি পাঠ করেছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত হাজারো পাঠক । সবাইকে আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই । নতুন বছরে আপনাদের কলমে সৃষ্টি হোক দারুণ কিছু। ছাইলিপির লেখক/পাঠক/সমালোচক/ শুভানুধ্যায়ী সকলকে জানাই গ্রেগরীয় নতুন বছরের শুভেচ্ছা !

 

 

 
 
 


 
এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]