অলোক কুমার প্রামাণিক
আমার গ্রামে চাঁদ উঠেছে
তেঁতুল গাছের মাথায়
ঠিকরে পড়ে চাঁদের আলো
হুগলি নদীর পাতায়।
এপার ওপার গাছের সারি
নেইতো রাতে কেউ
নদীর জলে সাঁতার কাটে
কেবল আলোর ঢেউ।
ঝাপটে ডানা এদিক ওদিক
উড়ছে রাতের পাখি
পিছিয়ে পড়ে কেউবা আবার
করছে ডাকা ডাকি।
নকশি কাটে জোনাক পোকা
তুলসী ঝোপের আড়ে
শিয়াল গুলি ডেকে ওঠে
অপর দিকের পাড়ে।
তারা’র আলো গায়ে মেখে
গাছের পাতা চুপ
গ্রামটি আমার দিনেই নয়
রাতেও অপরূপ।।
দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ,ভারত