আমার বউ

আমার বউ

জোবায়ের রাজু

সুন্দরী সুরমাকে দেখে তার প্রেমে দিওয়ানা হয়ে তাকে একেবারে আমার বউ করে ঘরে নিয়ে এসেছি। সংসার করে এখন বুঝি এই বউ জন্মের কিপটে। সুরমার কিপটামি কেমন, তার কয়েকটি ঘটনা জানাচ্ছি।
১/
সেদিন গোসল করতে পুকুর ঘাটে গিয়ে দেখি সাবান নেই। সুরমাকে ডেকে বললামÑ‘কইগো বউ, কাল যে লাক্স সাবানটা এনেছি, সেটা নিয়ে এসো তো?’ সুরমা দ্রæত পুকুর ঘাটে নেমে এসে পুকুরের কিনার থেকে এক দলা পাতলা কাদা তুলে এনে বললÑ‘এটা সারা গায়ে মেখে ঘষতে থাকো। মনে করো এটাই তোমার লাক্স সাবান। ওই সাবান আরো ক’দিন পর বের করব।’
২/
এক বদনা পানি এনে দেখি আমাদের সদ্য নির্মাণ করা নতুন টয়লেটের দরজায় বিশাল এক তালা ঝুলছে। সুরমাকে ডেকে বললামÑ‘চাবি দাও। কুইক।’ সে চেঁচিয়ে বললÑ‘যাও, রাস্তার সাইডে গিয়ে সেরে এসো। দিনে তিনবার করে টয়লেটে গেলে তো এক সপ্তাহে টাংকি ভরে যাবে। তারপর তো আবার মেথরের খরচ আছেই।’ বদনা হাতে দাঁড়িয়ে আমি মনে মনে বলিÑবাপরে, কি কিপটেরে বউটা।
৩/
সেদিন আমার ভীষণ কাশ হয়েছে। সুরমাকে বললামÑ‘আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো।’ সে একটা পুরাতন গামছাকে দুই টুকরো করে এক টুকরো আমাকে মুখের ভিতর ভরে দিয়ে বললÑ‘মুখে গামছা গুজে এভাবে বসে থাকো। কাশ আর আসবে না।’
৪/
একদিন বিকেলে সুরমাকে বললামÑ‘চলো আইসক্রিম খেতে যাই। চকবার আইসক্রিম। বাজারের এক দোকানে ভালো ভালো চকবার পাওয়া যায়।’ আবদার শুনে সুরমা আমার পাশ থেকে উঠে গেল। কিছুক্ষণ পর একটা টোষ্ট বিস্কুট এনে আমার হাতে দিয়ে বললÑ‘চকবারের দাম কত, খবর আছে? এই নাও টোষ্ট বিস্কুট। আপাতত চকবার ভেবে এটা চাটতে থাকো।’
৫/
একবার সুরমাকে নিয়ে কক্সবাজার বেড়াতে গেলাম। বিকেলে বিচে নামার পর একটা ছেলে ঘোড়া নিয়ে এসে বললÑ‘ভাইজান, ঘোড়ায় চড়বেন? প্রতিজন আশি টাকা।’ সুরমাকে বললামÑ‘আসো ঘোড়ায় চড়ি। মাত্র আশি টাকা করে।’ সুরমা দাঁত কেলিয়ে বললÑ‘আশি টাকা কম লাগে? তার চেয়ে তুমি কিছুক্ষণ আমার পিঠে চড়ো।’Ñবলেই সুরমা ঘোড়াকৃতির মত উপুড় হয়ে বিচে পিঠ পেতে দিল।
৬/
কিছুদিন আগে কোন কারণ ছাড়াই আমাদের বাসার কলবেলটি নষ্ট হয়ে গেল। নতুন কলবেল সংযোজনের জন্য সুরমাকে বললামÑ‘আমি তো অফিসে ব্যস্ত থাকি। তুমি বিকেলে মার্কেট ঘুরে একটা ভালো দেখে কলবেল কিনে এনো।’ সুরমা হ্যাঁ না কিছুই বলল না।
রাতে অফিস থেকে এসে দেখি দরজার পাশে চেয়ারে একটি পুরণো চ্যাপ্টা পাতিল আর একটি মরিচা ধরা হাতুড়ি পড়ে আছে। ব্যাপার কি?
পরে সুরমা ভাত বেড়ে দিতে দিতে বললÑ‘পয়সা দিয়ে নতুন কলবেল কেনার দরকার নেই। তুমি অফিস থেকে ফিরে দরজার পাশে রাখা পাতিলটিতে হাতুড়ি দিয়ে দু তিনটা বাড়ি দিলেই আমি উড়ে এসে দরজা খুলে দিবো।’ শুনে মনে মনে বলিÑবউ, এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাও কিভাবে!

 

আমিশাপাড়া, নোয়াখালী।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
 প্রবন্ধ- জীবনানন্দের মনন

 প্রবন্ধ- জীবনানন্দের মনন

অর্পিতা আচার্য জীবনানন্দ দাশের মনন ও সৃষ্টি নিয়ে , তাঁর মনোবিকলণ ও আত্মহত্যাপ্রবণতা নিয়ে কত  যে চর্চা হয়েছে , তার বোধহয় ইয়ত্তা নেই । এই ...
একুশে ফেব্রুয়ারি

একুশে ফেব্রুয়ারি

গোবিন্দ মোদক রফিক বুকের রক্ত দিলো সালাম দিলো জান — শহীদ হলো বরকত ভাই রাখতে ভাষার মান। নিজের জীবন আহুতি দিলো অনায়াসে আব্দুল — জব্বাররা ...
পেটে জ্বালা? গ্যাস্ট্রিক অ্যাসিডিটি নাকি অন্য কিছু?

পেটে জ্বালা? গ্যাস্ট্রিক অ্যাসিডিটি নাকি অন্য কিছু?

আমরা বাঙালিরা সাধারণত পেট পাতলা জাতি নামে পরিচিত। বারো মাস এই জাতির পেটে সমস্যা, সেটি বাহ্যিকভাবে হোক আর ভেতরের দিকেই হোক। পেটে গন্ডোগোল থাকবেই। কিন্তু ...
শহীদ

শহীদ

ক্ষুদিরাম নস্কর যে দুপুরে ঘুম আসে না অসহ্য ডাক কুহু, উথলে ওঠে ঢেউ সমুদ্র বুকের মাঝে হু হু। সেই দুপুরে পড়লো ঝরে শিমুল,পাকুড়,পলাশ, জানতো কি ...
চ

চ ‘চুপি চুপ বলো কেউ জেনে যাবে’ এই গানটি নিঃসন্দেহে জীবনে একবার হলেও শুনেছেন? না শুনে থাকলেও ক্ষতি নেই বৈকি। তবে আসুন এবার জানাই ‘চ’ ...
অণুগল্প- মন ঘুড়ি উড়া

অণুগল্প- মন ঘুড়ি উড়া

  আরণ্যক   মাঝে মাঝে শুকনাে পাতায় খসখস শব্দ উঠে—তখন ধীর পা হেঁটে যায় ক্যান্সাসের দক্ষিণে—ছায়া দীর্ঘ হয়ে একসময় সন্ধ্যা নামে টিলা চূড়ায় কমরেডরা ফর্সা ...