আমার মায়ের মুখের ভাষা, বাংলা ভাষা শ্রেষ্ঠ ভাষা
বাংলাতে কথা বলে মাঝি-মাল্লা,ছাত্র-যুব,দেশের চাষা
বাংলা কথা ভোলায় ব্যথা, কান্না হাসির দোলায় দুলে
ভাষার টানে দেশের তরুণ শহীদ হলো স্লোগান তুলে l
বাংলা আমার মাতৃভাষা,আমার মায়ের ঠোঁটের ভাষা
মাতৃভাষায় জড়িয়ে আছে দুঃখ- অভাব বুকের আশা
ভাষার টানে পাখিরা গায় — মিষ্টি মধুর ছন্দ সুরে
মাতৃভাষা মিষ্টিভাষা সুরেরতানে গল্প-গানে বিশ্বজুড়ে l
শহীদ সালামেরা প্রাণ দিয়ে দেখিয়ে দিলো স্বপ্নআশা
শহীদ রক্তে পেয়েছে প্রাণ স্বাধীন দেশের ভালোবাসা
পরাধীনতার কাটতে বেড়ি একটা দেশ মিছিলে হাঁটে
একুশে লড়াই ছড়িয়ে পড়ে ঢাকার পথে গ্রামের হাটে l
বাংলা ছিল মাতৃভাষা, জাতির মনে জোয়ার তোলে
রক্তে দিয়ে বাংলা পেয়ে স্বজনহারার শোকটা ভোলে
পাক সেনারা কষাই সেজে, ছোড়ে বোমা চালায় গুলি
বুকের মাঝে বুলেট গিলে– বাঁচায় শহীদ মায়ের বুলি l
স্বাধীনদেশে বলতে কথা কেউ করেনি আজকে মানা
উর্দু ভাষা করতে চালু— কসাইদের নেই আলোচনা
লড়াই শেষে বাংলা জেতে—শহীদ বুকে শান্তি ঢেলে
মাতৃভাষা মধুর ভাষা — বিলিয়ে জান বাংলা মেলে l