আশিক মাহমুদ রিয়াদ
আমার সময় নেই প্রিয়তমা,
নীল আকাশে ধূসর মেঘ জমেছে
হৃদয়ে চেপেছে শতাধিক বুলেট যন্ত্রণা
আমার সময় নেই প্রিয়তমা,
আমি যে পরাজিত, নীল বেদনায় শিক্ত
তা কি তুমি জানো না প্রিয়তমা?
আমার বড্ড দেরী হয়ে গিয়েছে প্রিয়তমা
চোখের নিচে নির্ঘুম কালশিটে
পত্রে পত্রে খোঁজের তাগিদ,
এদিকে আমি নেমেছি অন্বেষণে
আমার সময় নেই প্রিয়তমা!
হৃদয়ে পাথুরে যন্ত্রণার মাকড়
শিকড় ছড়িয়ে সারা স্বরে,
জোনাক জ্বলে তোমার ঘরে
ধূসর ঝাপসা চোখে তোমার শহরে
করুণ সাইরেণে ছোটে আমার খবর
আমার সময় নেই প্রিয়তমা!
রাজপথে আজ বিক্ষোভ হবে,
হবে পোস্টারে-মলাটে চুম্বনের স্রোত
আবির সিঁদুরে রাঙবে তোমার কপাল
আমার হবে পরিণতি শেষ,
আমার সময় নেই প্রিয়তমা,
আমার, আমার, আমার বড্ড তাড়া…
কোথায়? কারা? বন্দি করে আমায় কড়াল শিকে!.
আমি আজ দিব্যি অসহায়, ক্ষুধার্ত-মলিন-শূন্য
মাথা জুড়ে অসহ্য যন্ত্রণা, জ্বরের তাপে নেশার ঘোরে
তোমার শহরের অলিতে গলিতে,
ক্রদণ চোখে ঝাপসা হয়ে আসে সব।
আজ তোমারও সময় নেই?.
বাসর সাজানোর পসর বসেছে,
লাল বেনারসির ঝলকে নেচেছে সদ্য ফুরে ওঠা যৌবন।
তুমি কি আমায় মনে রেখেছো?
ওহ! আজ তো তোমার সময় নেই অবলা।
কারা যেন দ্বীপ শিখায় আলো জ্বেলেছে,
পূব আকাশে দেখো জেগেছে নতুন দ্বিগন্ত
মাঠের পর মাঠ কত ছুঁটেছে শোকান্ত!
প্রান্তর থেকে প্রান্তর দিগবিদিগ সব
তোমার গৃহে আজ সাজসাজ রব!
তুমি সেজেছো আজ লাল রঙে..
আলো ফোঁটার আগেই পিঠে এসেছে একঝাক বুলেট
লুটিয়ে পরেছে শেষ স্বাধীনতা, আজ স্বাধীন তুমি।
তোমার কারণে বিক্ষোভ হবে না,
দোষ দিও এ অভাগার, দিও যন্ত্রণার ঠাই।
কাপুরুষ বটে, অর্থের কাছে বিত্ত হারে।
তুমি শোও কার সাথে?
আমার আজ সময় নেই প্রিয়তমা,
তুমি তো আমার জন্য সময় রাখোনি!