আমার সময় নেই প্রিয়তমা

আমার সময় নেই প্রিয়তমা

আশিক মাহমুদ রিয়াদ

আমার সময় নেই প্রিয়তমা,
নীল আকাশে ধূসর মেঘ জমেছে
হৃদয়ে চেপেছে শতাধিক বুলেট যন্ত্রণা
আমার সময় নেই প্রিয়তমা,
আমি যে পরাজিত, নীল বেদনায় শিক্ত
তা কি তুমি জানো না প্রিয়তমা?

আমার বড্ড দেরী হয়ে গিয়েছে প্রিয়তমা
চোখের নিচে নির্ঘুম কালশিটে
পত্রে পত্রে খোঁজের তাগিদ,
এদিকে আমি নেমেছি অন্বেষণে
আমার সময় নেই প্রিয়তমা!

হৃদয়ে পাথুরে যন্ত্রণার মাকড়
শিকড় ছড়িয়ে সারা স্বরে,
জোনাক জ্বলে তোমার ঘরে
ধূসর ঝাপসা চোখে তোমার শহরে
করুণ সাইরেণে ছোটে আমার খবর
আমার সময় নেই প্রিয়তমা!

রাজপথে আজ বিক্ষোভ হবে,
হবে পোস্টারে-মলাটে চুম্বনের স্রোত
আবির সিঁদুরে রাঙবে তোমার কপাল
আমার হবে পরিণতি শেষ,
আমার সময় নেই প্রিয়তমা,
আমার, আমার, আমার বড্ড তাড়া…
কোথায়? কারা? বন্দি করে আমায় কড়াল শিকে!.

আমি আজ দিব্যি অসহায়, ক্ষুধার্ত-মলিন-শূন্য
মাথা জুড়ে অসহ্য যন্ত্রণা, জ্বরের তাপে নেশার ঘোরে
তোমার শহরের অলিতে গলিতে,
ক্রদণ চোখে ঝাপসা হয়ে আসে সব।
আজ তোমারও সময় নেই?.
বাসর সাজানোর পসর বসেছে,
লাল বেনারসির ঝলকে নেচেছে সদ্য ফুরে ওঠা যৌবন।
তুমি কি আমায় মনে রেখেছো?
ওহ! আজ তো তোমার সময় নেই অবলা।

কারা যেন দ্বীপ শিখায় আলো জ্বেলেছে,
পূব আকাশে দেখো জেগেছে নতুন দ্বিগন্ত
মাঠের পর মাঠ কত ছুঁটেছে শোকান্ত!
প্রান্তর থেকে প্রান্তর দিগবিদিগ সব
তোমার গৃহে আজ সাজসাজ রব!
তুমি সেজেছো আজ লাল রঙে..

আলো ফোঁটার আগেই পিঠে এসেছে একঝাক বুলেট
লুটিয়ে পরেছে শেষ স্বাধীনতা, আজ স্বাধীন তুমি।
তোমার কারণে বিক্ষোভ হবে না,
দোষ দিও এ অভাগার, দিও যন্ত্রণার ঠাই।
কাপুরুষ বটে, অর্থের কাছে বিত্ত হারে।
তুমি শোও কার সাথে?
আমার আজ সময় নেই প্রিয়তমা,
তুমি তো আমার জন্য সময় রাখোনি!

 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
ইউটিউব থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন?

ইউটিউব থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন?

টেকডেস্ক ২০২৪ সালে এসেও ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারছেন না? কোন চিন্তা নেই!  আজকের ডিজিটাল যুগে, ইউটিউব বিষয়বস্তুর ভান্ডারে পরিণত হয়েছে, টিউটোরিয়াল এবং মিউজিক ...
২১শে ফেব্রুয়ারি

২১শে ফেব্রুয়ারি

গৌতম সরকার মায়ের ভাষা বুকে নিয়ে তোরা করেছিলি হারাকিরি তোদের সমাধিতে ফুল ফুটে আছে ২১শে ফেব্রুয়ারি। আগুল জ্বলেছে দিকে দিকে দেশে হত্যা হয়েছে ভাষা, ধর্ম, ...
যমুনার জল

যমুনার জল

আদ্যনাথ ঘোষ স্পর্শগুলো ভুলে গেলে শ্রীরাধিকা। আগুনের গোলা বুকে নিয়ে ফুলেরা মিছিল করে। সিদ্ধপুরুষও মতিভ্রম হয়। শতদলপদ্ম জলে ফোটে রাঙা জলে জ¦লে ওঠে ফুটন্ত বসন্ত। ...
উজানে বহো রে

উজানে বহো রে

গৌতম সরকার  খুন দুটো শেষ পর্যন্ত হয়েই গেল, যদিও ‘প্ল্যান-এ’তে কোনও খুনের কথা ছিলনা। কিন্তু ড্রাইভার ফড়েটা এমন তিড়িংবিড়িং শুরু করল, তার ওপর তিনতলার ছাদের ...
শিরোনামহীন - ৬৯ / গোলাম কবির

শিরোনামহীন – ৬৯ / গোলাম কবির

গোলাম কবির কেনো এতো সরে থাকো, আনমনে কি যেনো ভাবো, শীতের শীর্ণ নদীর মতো  হয়ে থাকো ম্রিয়মান, কষ্ট গুলো লুকিয়ে রাখো কোন গাছের কোটরে! কবিতার ...
গপ্প মীরের ঠেক; পুনর্জীবিত তারানাথ তান্ত্রিক; নব জাগরণ মীরের | Goppo Mirer Thek

গপ্প মীরের ঠেক; পুনর্জীবিত তারানাথ তান্ত্রিক; নব জাগরণ মীরের | Goppo Mirer Thek

ছাইলিপি ডেস্ক “গপ্প মীরের ঠেক” নামটি জুড়ে গিয়েছে বাংলা সাহিত্যের সাথে। রেডিও আরজে ও উপস্থাপক মীর আফসার আলী ‘গপ্প মীরের ঠেক’ নামে একটি গল্প পাঠ ...