বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেতা আমিন খান। সিনেমা যাকে ভক্তদের কাছে জনপ্রিয় করেছে, সেই সিনেমায় এখন আর নিয়মিত নন আমিন খান। ঠিক কী কারনে সিনেমায় অনিয়মিত হয়ে পড়েছেন এক কালের এ জনপ্রিয় তারকা? বর্তমানে সিনেপাড়ায় যখন চলছে সুপারহিটের উৎসব ঠিক তখনই বাংলা সিনেমার অতীতের কিছু সুপারস্টারদের কথা মনে করতেই হবে। কোথায় চলে গেলেন একসময়ের সে’সব জনপ্রিয় তারকারা? আমিন খান বাংলাদেশের জনপ্রিয় অভিনেতাদের একজন।