আমি মধ্যবিত্ত তাই
আমি জানি পরিবারের বড় সন্তান হয়ে
জন্মানোর আসল মানে।
আমি জানি বেকারত্ব কাকে বলে,
জানি ছোট্ট একটা চাকরির গুরুত্ব কতোটা!
বাবার একটু ভরসা মায়ের বুক ভরা আশা
আমাকে তাড়া করে বেড়াই প্রতিনিয়ত,
সবাই তো দেখে চটি খয় হয়ে যাওয়া
কিন্তু এর পেছনের অনেক বড় গল্পটা
কেউ শুনতে কিংবা জানতে চায় না!
আমি মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান
তাই আমার শখ নেই,কোন আশা নেই,
সমাজে উচিত কথা বলতে নেই
স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার নেই!
আমাকে কেউ স্পর্শ করলেই আমি হয়ে যাই
এই সমাজের ধর্ষিতা কিংবা ধর্ষক।
আমি মধ্যবিত্ত বলেই
আমার নির্যাতনের কথা লিখা হয় না
কোন পত্রিকার কলামে,
ছাপা হয় না সমাজের কলুষিত
রক্তমাখা চেহারার হাজারও কবিতা!
মধ্যবিত্ত বলেই আমি
উচ্চ সমাজ থেকে বিতাড়িত অবহেলিত!