আরেকটি শিরোনামহীন কবিতা

আরেকটি শিরোনামহীন কবিতা

আশিক মাহমুদ রিয়াদ

 

এ কবিতার নাম কি রুদ্ধশ্বাস দেয়া যায়?
যেখানে এক নরম মেরুদন্ডী জীব-
বাঁচার প্রাণপন চেষ্টা করে?
এ শহরের কি কোন মায়া দয়া আছে?
এ শহরে কি মায়ার মেঘ নামে?
সাঁঝ-সকালে;সন্ধ্যে রাতে ;ভর দুপুরে-
মেঘ কাঁদে গলায় ফাঁস দিয়ে?

এ কবিতার নাম কি অসহায় দেয়া যায়?
ভাবুক মাথায় উড়নচণ্ডা-
চটি পায়ে-ঝাকড়া চুলে,
হেঁটে যায় শহরের ময়লার স্তুপের পাশ দিয়ে!
বিষিয়ে ওঠা মন নিয়ে
কিংবা গভীর রাতে নিজের একাকিত্বকে
মন বিষিয়ে ওঠার ক্ষণে,
দূর থেকে ডাকাডাকি করে মৃত্যু!
মৃত্যু কি এতই অসহায় তার কাছে?
পাঁচ ফুট পাঁচ ইঞ্চির শরীরটা অসার হয়ে আসে!
মস্তিস্কে বিভিষিকার আগুন জ্বলে।
চোখ জুড়ে নেমে আসে অন্ধকার।

আমাদের মন নিকৃষ্ট; আর আত্মশুদ্ধি?
সে জিনিস কি পাপের দুয়ার ছেড়ে বের হতে পারে?
প্রশ্নোত্তর পরে খুঁজবো না হয়-
সব হারিয়ে একলা হয়ে,ঘরের কোণে;ঘোর কাঁটিয়ে!

এ গানের নাম কি আত্মসত্ত্বা দেয়া যায়?
যেখানে একটি শরীর-
একটি খাঁচার পাখিকে মেরে ফেলে?
আত্মসত্ত্বা আবার কি?
নিজে কখনো একা হয়ে ভাবতে শিখেছো?
শিশুর মতো খিল খিলিয়ে হাসতে পেরেছো?
বৃষ্টির ঘ্রাণ বুকে বাঁধতে পেরেছো?
চোখ খুলে বাঁচার স্বপ্ন দেখতে পেরেছো?
আত্নসত্ত্বা খুঁজতে পেরেছো?
জীবন নিয়ে গড়িমসি করে
জীবনকে খেয়ে ফেলেছো-
বিষন্নতা তোমার একার জীবনে নেই।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
নগর পিশাচ

নগর পিশাচ

ভুতের গল্প – নাঈমুর রহমান নাহিদ   শহরের মানুষ ঘুমের রাজ্যে হারিয়েছে বেশ খানিকক্ষণ। স্টেশন থেকে বেরিয়ে কোন রিক্সা বা সিএনজি চোখে পড়লনা। এক দুটো ...
ছাইলিপির বন্ধু হোন

ছাইলিপির বন্ধু হোন

প্রিয় সাহিত্যসাথী,  ছাইলিপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ছাইলিপি একটি তারুণ্য নির্ভর সাহিত্য অনলাইন সাহিত্য সাময়িকী। যার সম্পাদক ও প্রকাশক একজন তরুণ-নবীন লেখক। শুরুতে ...
শাকিব খানের নতুন নায়িকা এত হট?  Sonal Chauhan Indian actress and singer

শাকিব খানের নতুন নায়িকা এত হট? Sonal Chauhan Indian actress and singer

শাকিব খানের সাথে চুটিয়ে অভিনয় করছেন ইমরান হাশমির একসময়ের নায়িকা সোনাল চৌহান। ২০০৮ সালে মুক্তি পাওয়া বলিউড ব্লকবাস্টার জান্নাত সিনেমায় ইমরান হাশমীর বিপরীতে ছিলেন সোনাল। ...
ঈদের আনন্দ

ঈদের আনন্দ

সাজিয়া আফরিন রোজার শেষে ঈদের খুশি খুশির জোয়ার প্রাণে, মিষ্টি সুরে আকুলতা বলছে গানে গানে। নতুন জামা মাথায় টুপি বাবার হাতটি ধরে, ঈদের নামাজ করবে ...
একটা মেয়ের গল্প

একটা মেয়ের গল্প

তওহিদ মাহমুদ সব গল্প কিন্তু প্রেম দিয়ে শুরু হয়না; আদরের চাদরে মুড়ে শেষও নয়। আমি-তুমি, চায়ের কাপে খুনসুটি, রেড ভেলভেট, ভ্যালেন্টাইন কার্ড, বুফে ডিনারে হৃদয়চিহ্ন ...
জীবন বন্দী সময়ের ফেরে 

জীবন বন্দী সময়ের ফেরে 

গোলাম কবির    প্রতিদিনই পৃথিবীর মতো একটু একটু করে  ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছি, বড়ো হচ্ছি না তো!   কেবলই ছোটো হচ্ছি ফুলের কাছে,  পাখির কাছে, নদীর কাছে, ...