প্রথম পাতাপ্রেমের কবিতাপ্রেমের ছন্দবিরহের কবিতাসম্পাদকের লেখাসর্বশেষ

অবাঙ্মনসগোচর

আশিক মাহমুদ রিয়াদ

এত মিথ্যের ভীড় চাই না আমি!
চাই না এই কর্কষ রাজপথ..
চাই না আমি অযাচিত শাপ..
যা পড়ে আছে নীল খামে, লাল ঠোঁটে!
তোমার হাসিতে আমার হৃদস্পন্দন কাঁদে…

মুক্তি চাই শোকের স্লোগানে..
আমার একটু করো কবর নিও..
তোমার বেদনাশিক্ত..বাগানে!

কষ্ট দিও.. জ্যোৎস্না রাতে..
চিরলপাতার ফাঁকে দুঃখ কাঁদে..
মৃতরাও ডাক পাঠায়..।
আমাবস্যা বিলাস শোকে..
নীল পাপের হাঁসে তোমার শরীরে
আমি মৃতদের ভীড়ে পড়ে রই
অপার্থিব অবাঙ্মনসগোচরে

ভেবে নিও আমি আছি তোমার গন্ধে…
রক্তের পাত্রে, পাপের খাতায়..
রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায়,
শান্ত মেঘ গুলো কোথায় হারায়?
কোথায় বৃষ্টি নামে..
তোমার চোখে কার প্রতিচ্ছবি
আমি ডুবি নীল হৃদে…

এই কর্কষ কদার্য..মেঘফুল আমি চাই না..
আমায় শুধু মুক্তি দাও এই বেলায়..
কোষাগারে যত হিসেব জমে আছে..
মিটিয়ে দিয়ে যাবো আঁধার রাতে..
তারা আমায় নিতে এসেছে ,
দূর থেকে অনেক দূর থেকে

ভালো থেকো..নীল ফুল…!
ভালো থেকে আমার প্রিয় অপ্রিয় বাসনা..
ভালো থেকো আমার দুঃর্ভাগ্যের সময়..
তুমি বরং হার মেনো না!

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]