অজ্ঞাতনামা

অজ্ঞাতনামা

আশিক মাহমুদ রিয়াদ  

 

অজ্ঞাতনামা গল্পগুলো কাঁদে শিরোনাম না পাওয়ার আক্ষেপে!
পথে পড়ে থাকা শুকিয়ে যাওয়া ফুলগুলো নির্বাক মুখে তাকিয়ে রয়;
কেউ যদি এবার কুড়িয়ে নেয়!
টিনের চালের ফু্ঁটো দিয়ে চাঁদকে মেঘের মধ্যে বিসর্জন দিতে দেখে শেষ বয়সের বৃদ্ধ!
ক্ষুধা মেটে না;পৃথিবী ঘুরে যায়, হয় না রুদ্ধ।
ধরণিতে ঘুরে ফিরে অভিশাপ আসে-
পাপ-পূন্যের হিসেবে হাসে শোষণ-দূষণ
এই সমাজ;এই অভিশাপ; এই বাস্তবতা!
আড়ালে দীর্ঘশ্বাস ফেলে শুদ্ধ!
পূন্য আজ অভিশাপের কাঠগড়ায় ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত!

 

ক্ষোভের আগুনে মাটির তল্লাটে টেকটনিক প্লেটের হরতাল,
হয় কোন্দল,সংঘর্ষ!
মানবতার পিঠে চড় মেরে জেগে ওঠে সুপ্ত আগ্নেয়গিরি
পাপের চূড়ায় শয়তান বেয়ে ওঠে সিড়ি
চুপ থাকে মহাকাশ, কখনো কখনো ক্ষুদ্র পৃথিবীর বুকে ধেয়ে আসে ধ্বংসযোগ্য।

 

গাছগুলো মরে যায়,সুর্য অভিশাপ দেয়।
সমুদ্র হাহাকরে করে দূঃখের বানভাসায়।
পাহাড় বলে, মেঘ তুমি মানুষ নও!
তুমি মেঘ গলে যাও, বৃষ্টি ঝড়াও।

 

মানুষ তুমি বড় অসহায়,
মানুষ তুমি নিজের মৃতদেহের উপরে নৃত্যলীলায় মেতে ওঠো।
মানুষ তোমার মেরুদন্ড নামে শিরদাঁড়া পাপড়ির চেয়েও নরম।
মানুষ তুমি ধ্বংসযোগ্যে হাহাকার করো!
তুমিই মানুষ, তুমিই অমানুষ,
তুমি ধ্বংসাবসেসে উচ্ছ্বসিত ক্ষুদ্র এক শুক্রাণু।

এই তল্লাট খেকো সৃষ্টির সেরা জীব
কখন কখনো তল্লাট খেকো কীট!
তুমি মানুষ নও, তুমি ধ্বংসযোগ্য
তল্লাটে ঘুরে বেড়ায় অভিশাপ; এই কবিতার শিরোনাম নেই!
এই কবিতার নাম অজ্ঞাতনামা!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
মা- আশেক এলাহী

মা- আশেক এলাহী

আশোক এলাহি মুরগি যেমন ডানার নিচে আগলে রাখা ছানা, আচঁলের নিচে আগলে রাখা তিনিই হলেন মা। মা যে আমার এই পৃথিবীতে সবচেয়ে প্রিয়জন। সুখে-দুঃখে তিনি ...
দেবীপক্ষ

দেবীপক্ষ

শুভ্র শোভন রায় অর্ক ভাদ্রের শুরু থেকে বর্ষা ধীরে ধীরে দূরে সরে যায়। মাঝে মাঝে এলোমেলো ঝড়ো বৃষ্টি যদিও ধুয়ে মুঝে দেয় প্রকৃতির ক্লান্তি, গাছের ...
বঞ্চিত চিত্রকরদের নতুন ছবি- মহীতোষ গায়েন

বঞ্চিত চিত্রকরদের নতুন ছবি- মহীতোষ গায়েন

 মহীতোষ গায়েন রংতুলি সব হারিয়ে গেছে তবুও কষ্ট এঁকেছি চিত্রপটে,সব দু:খগুলো একটু একটু করে রঙিন হবে,তারপর একদিন নিলাম হবে,চড়া দরে বিকোবে চিত্রপট। আস্তিন গুটিয়ে নিয়েছে ...
কাঠকয়লার ঝড়

কাঠকয়লার ঝড়

হরিৎ বন্দ্যোপাধ্যায় একটা রোগা দড়ির ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে ঠিক বিকেলবেলায় একটা ভাঙাচোরা সেতুকে দেখলাম ছোটবেলার চার লাইনের কবিতা মনে রাখার মতো স্মরণপথে এলো একটা ...
ক্রান্তিকাল

ক্রান্তিকাল

কাজী আশিক ইমরান দেখেনি কেউ অপরাহ্ন,আহ! কতোদিন থেমে ছিল মৃদু পরিমল। শান বাঁধানো খোলা ডাস্টবিন আবর্জনা নয়, লাশের স্তুপ চেয়েছিলো। ক্রিং ক্রিং হর্নে জেগে উঠা ...
শিরোনামহীন - ৬৯ / গোলাম কবির

শিরোনামহীন – ৬৯ / গোলাম কবির

গোলাম কবির কেনো এতো সরে থাকো, আনমনে কি যেনো ভাবো, শীতের শীর্ণ নদীর মতো  হয়ে থাকো ম্রিয়মান, কষ্ট গুলো লুকিয়ে রাখো কোন গাছের কোটরে! কবিতার ...