আহমেদ সুমন এর দুটি কবিতা

আহমেদ সুমন এর দুটি কবিতা

|আহমেদ সুমন 

মেহনতী জনতা

ঐ যে দেখ  দিগন্ত জোড়া
ফসলে ঘেরা গ্রাম,
প্রতি শস্যে মিশে আছে দেখ
কৃষকের তাজা ঘাম।
দুইটি হাত শুধু হাত নয় যেন
শিল্পীর আঁকা রংতুলি,
যার মেহনতে সমৃদ্ধ আজ
গ্রাম বাংলা, শহরতলী।

রোদ বৃষ্টি সব তুচ্ছ করে
ওঁরা গড়ে নব সভ্যতা,
ওঁরাই জাতির শ্রেষ্ঠ সন্তান
মেহনতী জনতা।
ধৈর্য আর ত্যাগের মহিমায়
ওঁরা হিমালয়ের চেয়ে উঁচু,
অন্যায় আর মন্দের কাছে
ওঁরা হয়না কখনোই নিচু।

ওঁদের হাতেই গড়ে ওঠেছে
বিশ্ব এই সংসার,
ওঁদের হাতেই আছে দেখ
সভ্যতার  হাতিয়ার।

 

 

স্বপ্ন ও একমুঠো রোদ

টিনের ফাঁক বেয়ে আশা এক মুঠো রোদ
আমার ঘুম ভাঙ্গায়,
এক ঝলক রোদ, এক টুকরো স্বপ্ন
এই আমার সম্বল।
লাঙ্গল কাঁধে নিয়ে বাবা মাঠে যায়
ক্লেদ মাখা জমিতে বুনে নতুন স্বপ্ন,
প্রতিটি কর্ষণে ধুয়ে মুছে  যায়
কষ্টে ভরা সব পুরোনো স্মৃতি।
বলদগুলো কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে
গায়ে হাত বুলিয়ে বাবা নিরবে কাঁদেন,
বলদরা ও   বাবার কষ্ট বুঝে
দীর্ঘ শ্বাস ফেলে আবারো মাথা তুলে দাঁড়ায়
স্বপ্ন বুনে নতুন দিনের।
ক্লান্ত দুপুরে রাখালের বাঁশির সুর,
বাবার মতো হাজারো চাষীর
হট্ হট্ হুরর…..শব্দের ঝঙ্কার
আন্দোলিত করে হৃদয়ের আঙিনা।
জমির আইলে বসে তামাক টানার ফাঁকে
চাষীরা মেতে ওঠে খুনসুটিতে।
দিনের ক্লান্তুি শেষে রাত নামে
নিস্তব্ধ হয়ে পড়ে সমস্ত গ্রাম,
হারিকেনের মৃদু আলোয়
আমি স্বপ্ন বুনি অনাগত দিনের,
পদ্যের ভাঁজে লিখে যাই
জীবনের সব গল্প।
জানালার পাশে তাকিয়ে দেখি
এক ঝাঁক ঝিঁঝি পোকা
মৃদুস্বরে তারা গাইছে গান;
এক মুঠো রোদ, এক টুকরো স্বপ্ন
এই তো সম্বল।
ভাষাবিজ্ঞান বিভাগ ,সলিমুল্লাহ মুসলিম হল , ঢাকা বিশ্ববিদ্যালয় ।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
শুভ সকাল - Good Morning (শুভেচ্ছা বার্তা - ২০২৪)

শুভ সকাল – Good Morning (শুভেচ্ছা বার্তা – ২০২৪)

শুভ সকাল হে বন্ধু! উঠুন এবং  নতুন দিনের নতুন সময়ের আহ্বানে। জীবনের অফার করা সমস্ত সম্ভাবনাকে আলিঙ্গন করার আজ একটি নতুন সুযোগ। সুপ্রভাত! আপনার দিনটি ...
কবিতা- নারী

কবিতা- নারী

 সেগুফতা আনসারী   জন্ম জন্মান্তরে, যুগ যুগান্তরে যে নারী করিছে পুরুষের আরতি, সে নয় ত কোন ভোগের পন্য সে যে একসাথে চলার সারথি।   পুরুষের ...
"জলমেঘের অরণ্যে " মারুফ মুহাম্মাদ এর সাথে একদিন

“জলমেঘের অরণ্যে ” মারুফ মুহাম্মাদ এর সাথে একদিন

নীল আকাশে মেঘের পরে, মেঘ যেভাবে ভাসে, মন আকাশে গল্পেরাও ঠিক এভাবে আসে.. নিঘুম রাত জমে চায়ের কাপে, প্লট, দৃশ্যপট আর চরিত্র, সংলাপে, ভূত-অদ্ভুত কত ...
Why Stock Market Affects Men and Women Differently

Why Stock Market Affects Men and Women Differently

Cursus iaculis etiam in In nullam donec sem sed consequat scelerisque nibh amet, massa egestas risus, gravida vel amet, imperdiet volutpat rutrum sociis quis velit, ...
বিদ্রোহী কবিতা - কাজী নজরুল ইসলাম

বিদ্রোহী কবিতা – কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির! বল বীর – বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’ চন্দ্র ...