আহমেদ সুমন এর দুটি কবিতা

আহমেদ সুমন এর দুটি কবিতা

|আহমেদ সুমন 

মেহনতী জনতা

ঐ যে দেখ  দিগন্ত জোড়া
ফসলে ঘেরা গ্রাম,
প্রতি শস্যে মিশে আছে দেখ
কৃষকের তাজা ঘাম।
দুইটি হাত শুধু হাত নয় যেন
শিল্পীর আঁকা রংতুলি,
যার মেহনতে সমৃদ্ধ আজ
গ্রাম বাংলা, শহরতলী।

রোদ বৃষ্টি সব তুচ্ছ করে
ওঁরা গড়ে নব সভ্যতা,
ওঁরাই জাতির শ্রেষ্ঠ সন্তান
মেহনতী জনতা।
ধৈর্য আর ত্যাগের মহিমায়
ওঁরা হিমালয়ের চেয়ে উঁচু,
অন্যায় আর মন্দের কাছে
ওঁরা হয়না কখনোই নিচু।

ওঁদের হাতেই গড়ে ওঠেছে
বিশ্ব এই সংসার,
ওঁদের হাতেই আছে দেখ
সভ্যতার  হাতিয়ার।

 

 

স্বপ্ন ও একমুঠো রোদ

টিনের ফাঁক বেয়ে আশা এক মুঠো রোদ
আমার ঘুম ভাঙ্গায়,
এক ঝলক রোদ, এক টুকরো স্বপ্ন
এই আমার সম্বল।
লাঙ্গল কাঁধে নিয়ে বাবা মাঠে যায়
ক্লেদ মাখা জমিতে বুনে নতুন স্বপ্ন,
প্রতিটি কর্ষণে ধুয়ে মুছে  যায়
কষ্টে ভরা সব পুরোনো স্মৃতি।
বলদগুলো কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে
গায়ে হাত বুলিয়ে বাবা নিরবে কাঁদেন,
বলদরা ও   বাবার কষ্ট বুঝে
দীর্ঘ শ্বাস ফেলে আবারো মাথা তুলে দাঁড়ায়
স্বপ্ন বুনে নতুন দিনের।
ক্লান্ত দুপুরে রাখালের বাঁশির সুর,
বাবার মতো হাজারো চাষীর
হট্ হট্ হুরর…..শব্দের ঝঙ্কার
আন্দোলিত করে হৃদয়ের আঙিনা।
জমির আইলে বসে তামাক টানার ফাঁকে
চাষীরা মেতে ওঠে খুনসুটিতে।
দিনের ক্লান্তুি শেষে রাত নামে
নিস্তব্ধ হয়ে পড়ে সমস্ত গ্রাম,
হারিকেনের মৃদু আলোয়
আমি স্বপ্ন বুনি অনাগত দিনের,
পদ্যের ভাঁজে লিখে যাই
জীবনের সব গল্প।
জানালার পাশে তাকিয়ে দেখি
এক ঝাঁক ঝিঁঝি পোকা
মৃদুস্বরে তারা গাইছে গান;
এক মুঠো রোদ, এক টুকরো স্বপ্ন
এই তো সম্বল।
ভাষাবিজ্ঞান বিভাগ ,সলিমুল্লাহ মুসলিম হল , ঢাকা বিশ্ববিদ্যালয় ।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
হাওড়া ব্রিজের যে অলৌকিক ঘটনা কেউ জানে না | Howrah Bridge News | Horor Story

হাওড়া ব্রিজের যে অলৌকিক ঘটনা কেউ জানে না | Howrah Bridge News | Horor Story

হাওড়া ব্রিজের যে অলৌকিক ঘটনা কেউ জানে না | Howrah Bridge News | Horor Story    
প্রিয়তমা সিনেমা ফ্লপ নাকি হিটের পথে?

প্রিয়তমা সিনেমা ফ্লপ নাকি হিটের পথে?

ঈদের বহুল আলোচিত সিনেমা প্রিয়তমা মুক্তি পেয়েছে দেশের ১০৭টি হলে। ঈদের প্রথম দিন থেকে সিনেমাটি চলছে দেশের ১০৭ টিরও বেশি সিনেমা হলে। সিনেমাটির পরিচালক হিমেল ...
বই পর্যালোচনা-  স্বপ্নের দালান অনন্তবীথি আলো'

বই পর্যালোচনা- স্বপ্নের দালান অনন্তবীথি আলো’

স্বপ্নের দালান অনন্তবীথি আলো বোর্ড বাইন্ডিং জ্যাকেট কভার বুক সম্পাদক : পার্থ দে ও জয়দীপ লাহিড়ী সম্পাদনায় – চীনে পটকা-কবিতাকে কল্পনায় প্রকাশনা – এবারত প্রচ্ছদ ...
স্বপ্ন- সিঞ্চন কুমার

স্বপ্ন- সিঞ্চন কুমার

সিঞ্চন কুমার রোদ ফুটে আকাশ ছাপিয়েছে চালাময় সংসারে ব্যস্ত আগুন রাতের শ্বাস গিলে নিয়েছে পাখিটা দিনের শুরুতে কত রঙের ছাউনি তৃপ্ত শান্ত সবুজ কলিজায় মাংসের হাড়ে ...
দুর্গতিনাশিনী 

দুর্গতিনাশিনী 

অমিত মজুমদার  নগর এখন শহর থেকেও অনেক দূর বিপদসীমার আবেগপ্রবণ ফর্মুলায় সব অপরাধ ঘটছে, রাতের আগ্রহেই অসুর এলেন নিষিদ্ধ এক পরচুলায়। পার হয়েছেন অনেক স্টেশন ...