সোমা মুৎসুদ্দী
আড়াল থেকেই দিচ্ছো সাহস অহর্নিশি
আড়াল থেকে আগের মতো
বলছো তোমায় ভালোবাসি
হারানো সেই দিনগুলোকে
চাইলে কি আর ফিরে পাওয়া যায়
ছোট্ট খামে বন্দী থাকে
থাকে কেবল স্মৃতির পাতায়
তোমার ছোঁয়া পাইযে আমি
যখন ভোরের সূর্য ওঠে
তোমার,ছবি ভেসে ওঠে
হারানো সেই চিত্রপটে
হারানো সেই গানের মতো
আজো আমার হৃদয়ে বাজো
তেপান্তর এর মাঠ পেরিয়ে
জানি, আজও তুমি আমায় খোঁজ ।