ম হী তো ষ গা য়ে ন
একটু একটু করে প্রলুব্ধ করে
চুরি করেছো মন,
চুরি করেছো আকাশ।
আকাশে ডানা মেলেছে পাখি
গাছে ফুল ফুটতে দেখে
ভ্রমর এসেছে গোপনে।
গোপন অভিসন্ধি ছিল বলেই
এত আয়োজন কেউ বোঝেনি,
নিরাশা প্রকট,তীব্র অভিযোগ।
অভিযোগের সলতে পাকাতে
গিয়ে আগুন লেগে গেল,
শরীরের বন,উপবন পুড়ছে ।
পুড়ছে,পুড়ে চলেছে স্মৃতি
জলের ঠিকানা জানা ছিল
দহন প্রসারিত হয়নি।
হওয়া না হওয়া পারা না পারার
গল্পটা প্রকাশ পেল,জমে নি
মুখ ঘুরিয়ে নিল পাঠক ।
সব প্রতারণা বৃষ্টিতে নিভে যাচ্ছে
আগুন পাখি ফিরে আসছে
সব অরণ্যে বাজছে গণসঙ্গীত।