নিত্য বাতায়ন
দরকারী কাজে মাঝেমধ্যেই আমাদের ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনে নাগরিক সুবিধা নিতে বিভিন্ন ধরণের দরখাস্ত -পেশ করতে হয়। যার মধ্যে জন্ম কিংবা মৃত্যু নিবন্ধন (সার্টিফিকেট)। নাগরিক সনদপত্র, চারিত্রিক সনদপত্র, বাৎসরিক আয়ের সনদপত্র, সহ বিভিন্ন ধরণের প্রয়োজনীয় জিনিস আনতে দরখাস্ত পেশ করতে হয়। কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে দরখাস্ত লিখে মেয়র কিংবা চেয়ারম্যান এর নিকট পেশ করতে হয়। আজকে চলুন জানা যাক কিভাবে মেয়র কিংবা চেয়ারম্যান এর কাছে দরখাস্ত পেশ করতে হয়। কিন্তু এসব বিষয় জানার আগে সর্বপ্রথম জানতে হবে কোন দপ্তরে আমি চিঠি দিচ্ছি।
ইউনিয়ন পরিষদঃ ইউনিয়ন পরিষদ হলো বাংলাদেশে পল্লী অঞ্চলের সর্বনিম্ন প্রশাসনিক একক। গ্রাম চৌকিদারী আইনের ১৮৭০ এর অধীনে ইউনিয়ন পরিষদের সৃষ্টি হয়। এ আইনের অধীনে প্রতিটি গ্রামে পাহারা টহল ব্যবস্থা চালু করার উদ্দেশ্যে কতগুলো গ্রাম নিয়ে একটি করে ইউনিয়ন গঠিত হয়।
পৌরসভাঃ পৌরসভা শব্দটির অর্থ প্রদত্ত পৌরসভার মহাপরিচালক বা মহাশাসক সংস্থাও হতে পারে। একটি পৌরসভা একটি সাধারণ-উদ্দেশ্যযুক্ত প্রশাসনিক মহকুমা, একটি বিশেষ উদ্দেশ্যযুক্ত জেলার বিপরীতে।
সিটি কর্পোরেশনঃ সিটি কর্পোরেশন বাংলাদেশের মহানগরগুলোর স্বায়ত্তশাসন ব্যবস্থার একক। বাংলাদেশে নবঘোষিত ময়মনসিংহ সহ সর্বমোট ১২ টি সিটি কর্পোরেশন আছে।
ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও পৌরসভা কিংবা সিটিকর্পোরেশনে মেয়র বরাবর চিঠি প্রদান করতে হয়। নিম্নে একটি দরখাস্তের নমুনা দেওয়া হলো।
বরবর
মাননীয় মেয়র মহোদয়,
পিরোজপুর পৌরসভা, পিরোজপুর-৮৫০০
বিষয়ঃ রাস্তা ৬ থেকে ৮ ফুটে (চওড়া) বর্ধিতকরণ ও সংস্করণের জন্য আবেদন।
সবিনয়ে বিনীত নিবেদন এই যে, আমরা পিরোজপুর পৌরসভাধীন (৮ নং ওয়ার্ড) পুরাতন বাসস্ট্যান্ড বাইপাস সড়ক (আট নীড়ের গলি) এর বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ এলাকার একমাত্র প্রবেশ পথটির বেহাল দশায় আমরা আট নীড়ের গলি’র বাসিন্দারা ভুক্তভোগী। বিশেষ করে বর্ষাকালে জলাবদ্ধতার কারণে আমাদের চলাচলে ভোগান্তির সীমা থাকে না। হাটু সমান পানির মধ্য দিয়ে যাতায়ত করতে হয়। এছাড়াও সামন্য বৃষ্টিপাতের কারণে রাস্তা কর্দমাক্ত ও দীর্ঘদিন ব্যবহার ও বর্ষাকালে পানিতে ডুবে থাকার দরুণ রাস্তাটি এখন চলাচলের অনুপোযোগী। তাই আমরা (আট নীড়ের গলি এলাকাবাসী) রাস্তাটির সংস্কার চাই।
অতএব মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন এই যে, (আট নীড়ের গলি) রাস্তাটিকে, ‘৬ ফুট থেকে ৮ ফুট (চওড়া) এ উন্নতিকরণ সহ জলাবদ্ধতা নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।
বিনীত নিবেদক
“আট নীড়ের গলি” এলাকাবাসী।
এরকমভাবে বিভিন্ন দপ্তরের জন্য দরখাস্ত দেওয়া যেতে পারে। যেমনঃ সিটি কর্পোরেশনে প্রশংসা পত্রের জন্য দরখাস্তের আবেদন করতে এই পোস্টটি দেখুন।