ইচ্ছে ছিল সুন্দর এই দুপুরে
রঙিন পাখির মতো উড়ে বেড়াবো,
পূর্ণতায় ভরে দেবো সবুজের প্রাণ।
অরণ্যের দাবানলে যে আকাশের
মুখটি সাজে মলিন, কালো অন্ধকার;
নখের আঁচড়ে যার অস্তিত্ব বিলীন হয়
সেই অসহায়ের হাতটি ধরে বলতে চাই
আর কতদিন আঁধারে স্নান করে যাবে?
অশুদ্ধ হবে অসুন্দরের খেলায়?
গোলাপের গন্ধে যদি জাগে অনুরাগ
বিকেলের হাসিটুকু অন্তত হেসো!
শিক্ষার্থী,
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)
মোবাইল: ০১৭৯১৪৮৭২১৮