ইদ পরানের মেলা

ইদ পরানের মেলা

নিশিকান্ত রায়

মিলেই যাবে রঙ ধনুটা,ভাবছি বসে ঘাটে,
জোয়ার ভাসে জলের শ্বাসে সূর্যি বসে পাটে।
মরুর হাওয়া আলোছায়া, সাগর ভরা গান,
শস্য শ্যামল কোমল ছায়ায় আলোর অভিমান।

ত্যাগ ও ভোগের সুমহিমায় আসে প্রাণের ইদ,
ভুলে যাওয়া সব ভেদাভেদ চোখ জুড়ে নাই নিঁদ।
বাতাস ঘিরে খেলা করে আনন্দেরই গান,
হিংসা ঘৃণা সব চলে যায় সমুদ্দুরের টান।

কাজল দিঘীর অলস জলে খুশীর কাঁপন উঠে,
ইদ এসে তাই ভূবন ভোলায় পাষানে ফুল ফুটে।
ছোট বড় গরীব দুঃখী অবহেলার খেলা,
মন্দ গুলো সব ভুলে যাই ইদ পরানের মেলা।

কবি
থানাপাড়া, লালমনিরহাট

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
সবার পুজো

সবার পুজো

ক্ষুদিরাম নস্কর সবার পুজো হয় না সমান দুঃখ সুখের মেলা, আসবে পুজো যাবে পুজো হবে কি তার হেলা? কারো কাটে কষ্টে কেবল কারো মুখে হাসি, ...
বামায়ন

বামায়ন

আরজুদা আঞ্জুম জয়িতা   মনে আছে সেদিনের কথা?  যেদিন তোমাকে লাল আগুনে দাহ করা হচ্ছিল? সেদিন আমি সেখানেই ছিলাম সুতীব্র অনলে তোমার সাথে জ্বলছিলাম। তোমার ...
জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা সংকলন

জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা সংকলন

নীলিমা রৌদ্র-ঝিলমিল উষার আকাশ, মধ্যনিশীথের নীল, অপার ঐশ্বর্যবেশে দেখা তুমি দাও বারে-বারে নিঃসহায় নগরীর কারাগার-প্রাচীরের পারে। উদ্বেলিছে হেথা গাঢ় ধূম্রের কুণ্ডলী, উগ্র চুল্লীবহ্নি হেথা অনিবার ...
মাতৃভাষা বাংলা ও ইসলাম

মাতৃভাষা বাংলা ও ইসলাম

ইমরান হাসান   এবং তাঁর নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন (হচ্ছে): আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের বিভিন্ন ভাষা ও বর্ণসমূহের মধ্যকার তারতম্য। এতে জ্ঞানীগণের জন্য ...
 যান্ত্রিক শহর - কবিতা / রাইয়ানুল ইসলাম 

 যান্ত্রিক শহর – কবিতা / রাইয়ানুল ইসলাম 

I রাইয়ানুল ইসলাম    পৃথিবীর অক্ষরেখা ক্ষয়ে যায়, প্রাচীন মরিচীকায় ধোয়াশা হয় গন্তব্য একূল ওকূল সক্রিয় প্রাণীর পদচিহ্ন বাড়তে বাড়তে পূর্ণ হয় ভূমি আমি কি ...
প্রিয়তমা সিনেমায় দূঃখের গান গাইবেন আসিফ আকবর?

প্রিয়তমা সিনেমায় দূঃখের গান গাইবেন আসিফ আকবর?

মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা। আর সেই সিনেমাকে ঘিরে শাকিব খানের ফ্যানদের উচ্ছ্বাস আর আকাঙ্খা ছড়িয়ে পড়েছে সোস্যাল মিডিয়া। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমাটির ফাস্ট ...