নিশিকান্ত রায়
মিলেই যাবে রঙ ধনুটা,ভাবছি বসে ঘাটে,
জোয়ার ভাসে জলের শ্বাসে সূর্যি বসে পাটে।
মরুর হাওয়া আলোছায়া, সাগর ভরা গান,
শস্য শ্যামল কোমল ছায়ায় আলোর অভিমান।
ত্যাগ ও ভোগের সুমহিমায় আসে প্রাণের ইদ,
ভুলে যাওয়া সব ভেদাভেদ চোখ জুড়ে নাই নিঁদ।
বাতাস ঘিরে খেলা করে আনন্দেরই গান,
হিংসা ঘৃণা সব চলে যায় সমুদ্দুরের টান।
কাজল দিঘীর অলস জলে খুশীর কাঁপন উঠে,
ইদ এসে তাই ভূবন ভোলায় পাষানে ফুল ফুটে।
ছোট বড় গরীব দুঃখী অবহেলার খেলা,
মন্দ গুলো সব ভুলে যাই ইদ পরানের মেলা।
কবি
থানাপাড়া, লালমনিরহাট