ইব্রাহিম বিশ্বাস
সারা রাত জেগে জেগে আমি
কাদের আনাগুনা দেখি
ওরা কারা ?
সবার কাঁধে কাঁধে লাশ
হাঁটতে হাঁটতে ক্লান্ত
নদীর কিনারায় এসে দাঁড়িয়েছে
মৌ মাছির মতো গুন গুন শব্দ করছে
সমস্ত সুখ শান্তি ঐশ্বর্যের পাহাড়
যেন ওপারেই আছে ৷
সভ্যতার এই দীর্ঘ নদী পার হতে হবে
অন্যকনো রাস্তা নেই
নৌকা নেই
মাঝি মাল্লা কেউ নেই
খরস্রতা স্রোতে সব ভেসে গেছে ৷
মানুষের রক্ত মিশতে মিশতে
নদীর জল বেড়ে যাচ্ছে
সবুজ গাছ পালা ডুবে যাচ্ছে
পাল্টে যাচ্ছে জলের রঙ
শরীরের সব রক্ত ঢেলে দিচ্ছে
অথবা ধুয়ে নিচ্ছে নদীতে
ওরা কারা ?
দেখতে দেখতে স্তব্ধ হয়ে যাচ্ছি
সমস্ত বিশ্বাস খসে খসে পড়ছে
বিষাদের অদৃৃৃশ্য আগুনের তাপে
ধীরে ধীরে বৃৃৃদ্ধ হয়ে যাচ্ছি
এখানে সকাল হচ্ছে না
অন্ধকার গভীর ৷
কেউ পারিনি ,পারছে না
ওপারে যেতে
নৌকা নেই ,নৌকা ফেরেনি
কারণ সময়ের স্রোতে যে ভেসে যায়
সে আর ফেরে না ৷
.
পশ্চিমবঙ্গ,ভারত ।