ঈদুল আজহার কবিতাঈদের কবিতাকবিতাপ্রথম পাতাসর্বশেষ

ঈদুল আজহার দুটি ছড়া 

ইমতিয়াজ সুলতান ইমরান 

কোরবানি দাও মনের পশু

কোরবানি দাও ভালো কথা একটু দেখো ভেবে
মোটা তাজা কিনবে পশু কিসের টাকা জেবে?
ঘুষের টাকায় পশু কিনে কী কোরবানি দিলে
এই কোরবানি দিলে কভু খোদার কৃপা মিলে?
মক্কা যাবে হজ্ব পালনে চড়বে তুমি বিমান
লুটের টাকায় হজ্বে গেলে হয় কি পাকা ইমান?
হারাম রুজির টাকায় কভু কোরবানি হজ্ব হবে?
নাফরমানী করছো তুমি লোক দেখাতে ভবে।
লক্ষ টাকায় গরু কিনে খাচ্ছ মজায় নিজে
গরিব দুখির অংশটাও ঢুকিয়ে রাখো ফ্রিজে।
মানুষ হতে করো তুমি মনের পশু জবাই
কোরবানি দাও মনের পশু শুভেচ্ছা নাও সবাই।

কোরবানির এই ঈদে

কোরবানির এই ঈদে হবে, অনেক পশু জবাই…

কোরবানি দাও খোদার নামে, গোস্ত খাব সবাই।
চতুর্থ ঢেউ করোনারও
করবে দশা করুণ আরও
স্বাস্থ্যবিধি মানতে হবে, সজাগ থাকো, ও-ভাই।
কোরবানি দাও, ধর্মকর্মে, বর্জ্য কোথায় ফেলবে?
কাক-শকুন-চিল, শেয়াল-কুকুর, যত্রতত্র মেলবে।
তখন ঈদের আনন্দেও
ভুগবে সমাজ দুর্গন্ধেও
বায়ু দুষণ করলে জীবন, ঝুঁকির মাঝে ঠেলবে।
কোরবানি দাও, বর্জ্য ফেলো, গর্ত করে খনন
কোরবানিতে উদ্দেশ্য হোক, মনের পশু হনন।
চক্ষু মনের খোলা রাখো
বর্জ্য ফেলার গর্ত ঢাকো
পরিবেশের বিশুদ্ধতায় জাগিয়ে রাখো মনন।
———————–
এয়ারপোর্ট, সিলেট ।
এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]