ঈদুল আজহার কবিতাঈদের কবিতাপ্রথম পাতাসর্বশেষ

ঈদের আনন্দ

সাজিয়া আফরিন

রোজার শেষে ঈদের খুশি
খুশির জোয়ার প্রাণে,
মিষ্টি সুরে আকুলতা
বলছে গানে গানে।

নতুন জামা মাথায় টুপি
বাবার হাতটি ধরে,
ঈদের নামাজ করবে আদায়
বলছে মাকে ঘরে।

মায়ের হাতের মিষ্টি খাবার
জিভে যে জল আসে,
পায়েস ফিরনি নকশি পিঠা
গুড়ের সিরকায় ভাসে।

দুঃখ বিভেদ আজকে ভুলে
মিলেমিশে থাকি,
ঈদ আনন্দ ভাগাভাগি
প্রেম বন্ধনে রাখি।

ইচ্ছে কতো মনের মাঝে
থাকতো যদি ডানা,
দূর পবনে ভেসে যেতাম
শুনতাম না আর মানা।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]