ইমতিয়াজ সুলতান ইমরান
কোরবানি দাও মনের পশু
কোরবানি দাও ভালো কথা একটু দেখো ভেবে
মোটা তাজা কিনবে পশু কিসের টাকা জেবে?
ঘুষের টাকায় পশু কিনে কী কোরবানি দিলে
এই কোরবানি দিলে কভু খোদার কৃপা মিলে?
মক্কা যাবে হজ্ব পালনে চড়বে তুমি বিমান
লুটের টাকায় হজ্বে গেলে হয় কি পাকা ইমান?
হারাম রুজির টাকায় কভু কোরবানি হজ্ব হবে?
নাফরমানী করছো তুমি লোক দেখাতে ভবে।
লক্ষ টাকায় গরু কিনে খাচ্ছ মজায় নিজে
গরিব দুখির অংশটাও ঢুকিয়ে রাখো ফ্রিজে।
মানুষ হতে করো তুমি মনের পশু জবাই
কোরবানি দাও মনের পশু শুভেচ্ছা নাও সবাই।
কোরবানির এই ঈদে
কোরবানির এই ঈদে হবে, অনেক পশু জবাই…
কোরবানি দাও খোদার নামে, গোস্ত খাব সবাই।
চতুর্থ ঢেউ করোনারও
করবে দশা করুণ আরও
স্বাস্থ্যবিধি মানতে হবে, সজাগ থাকো, ও-ভাই।
কোরবানি দাও, ধর্মকর্মে, বর্জ্য কোথায় ফেলবে?
কাক-শকুন-চিল, শেয়াল-কুকুর, যত্রতত্র মেলবে।
তখন ঈদের আনন্দেও
ভুগবে সমাজ দুর্গন্ধেও
বায়ু দুষণ করলে জীবন, ঝুঁকির মাঝে ঠেলবে।
কোরবানি দাও, বর্জ্য ফেলো, গর্ত করে খনন
কোরবানিতে উদ্দেশ্য হোক, মনের পশু হনন।
চক্ষু মনের খোলা রাখো
বর্জ্য ফেলার গর্ত ঢাকো
পরিবেশের বিশুদ্ধতায় জাগিয়ে রাখো মনন।
———————–
এয়ারপোর্ট, সিলেট ।