মহীতোষ গায়েন
ঈদের চাঁদ মন আকাশে হৃদয়ে ভালোবাসা
সমূহ সমাজে সবুজ মনে নতুন স্বপ্ন আশা,
শান্তি,মৈত্রী,সম্প্রীতি; ঈদের আনন্দ উৎসব
ভেদাভেদ যায় মান অভিমান মুছে যায় সব।
রমজানের রোজার শেষে ‘ঈদুল ফিতর’ আসে
দেহ মন একাকার সবাই মিলন-আনন্দে ভাসে,
সাফল্যের মহান বার্তা নিয়ে ইফতার দাওয়াত
ঈদের খুশি সবার মনে যায় বিভেদ জাতপাত।
ঈদের আমেজ মধুর আমেজ সৌহার্দ্য প্রীতিময়
হিংসা,ঘৃণা,লোভ লালসা মুক্ত মন ঈদেই বিজয়,
মাবুদ আল্লাহের সাক্ষাৎ হয় মহান ঈদের মাসে
রমজানের বরকত লাভ যেন প্রতি বছর আসে।
অধ্যাপক, সিটি কলেজ, কলকাতাl