সাজিয়া আফরিন
রোজার শেষে ঈদের খুশি
খুশির জোয়ার প্রাণে,
মিষ্টি সুরে আকুলতা
বলছে গানে গানে।
নতুন জামা মাথায় টুপি
বাবার হাতটি ধরে,
ঈদের নামাজ করবে আদায়
বলছে মাকে ঘরে।
মায়ের হাতের মিষ্টি খাবার
জিভে যে জল আসে,
পায়েস ফিরনি নকশি পিঠা
গুড়ের সিরকায় ভাসে।
দুঃখ বিভেদ আজকে ভুলে
মিলেমিশে থাকি,
ঈদ আনন্দ ভাগাভাগি
প্রেম বন্ধনে রাখি।
ইচ্ছে কতো মনের মাঝে
থাকতো যদি ডানা,
দূর পবনে ভেসে যেতাম
শুনতাম না আর মানা।