মোঃ মজিবুর রহমান
ঈদ এলো নতুন করে
বছর গুড়িয়ে,
হাসিখুশি থাকবো মোরা
সবাইকে নিয়ে।
মুখে মুখে মাতামাতি
হয়না তবু বন্ধ,
বন্ধু আর বান্ধব মিলে
থাকবে আনন্দ।
পোলাও খাব, কুরমা খাব
খাব কত কি,
ঈদ গাহে যাব মোরা
কি করে ভূলি।
নতুন কাপর গায়ে দিয়ে
সালাম দিবে সবে,
ছোট ছেলে নামায পড়বে
বলে- আমায় সাথে নেবে।
নামায শেষে কুলাকুলি
কত মানুষ চেনা,
ঈদের আনন্দ কত বেশি
হয়না বেচা-কেনা।
গুরুস্থানে যাব মোরা
একসাথে হায়,
সবার চোখের কান্না দেখে
বুক ভেসে যায়।
আশা কত বুকে আছে
গরুর মাংশ খাব,
পরিবারের ভালোবাসায়
সবার মন রাঙ্গাবো।
ব্রাহ্মনপাড়া, কুমিল্লা।