ঈদের খুশি
মির্জা গোলাম সারোয়ার পিপিএম
নীল আকাশে চাঁদ উঠেছে
এলো খুশির ঈদ,
আনন্দ আমেজ বইছে শুধু
ভেঙে চোখের নিদ।
আল্লাহর কাছে ক্ষমা চেয়ে
করবো মোনাজাত,
দোওয়া করবো সবার তরে
তুলবো দুইহাত।
ঈদের দিনে পোলাও খাবো
সবাই মিলেমিশে,
ঈদের আমেজ ছড়িয়ে দিব
অনেক হেসে হেসে।
ঈদের দিনেই করবো শপথ
ভালো মানুষ হবো,
বিপদ কালে দাঁড়াতে পাশে
দ্রুত এগিয়ে যাবো।
ঈদের দিনে ভেদাভেদ ভুলে
করবো কোলাকুলি,
ঈদগাহে যাবো সবার আগে
হিংসা বিদ্বেষ ভুলি।