ঈদ এখনও
আশরাফ উল আলম শিকদার
ঈদ আসে ঈদ যায় নীরবে আনন্দ বিলিয়ে
ঈদ মানে তাইতো কেবলই শুধু ঈদ নয়
ঈদ মানে আনন্দের ফুলঝুরি,
সীমাই, পোলাও, পায়েস, ফিন্নি, মোরগে মোসাল্লাম, বিরিয়ানি
পাড়ার সবাই আজ কেউ আর পর নয়, ঢুকে পড়ে
ঘরে ঘরে ঈদি আর কোলা কুলি, মিষ্টিমুখ করে
গোটা বছরের খোঁজ খবর। পাড়ার পাশের ঘর
ভজু চাচাদের টিনের বাড়ি গেলো কবে সাত-তলার ‘পর
থাকে ওরা এবছর। ছুটে যাই দেখে আসি
আমারই সহপাটি নার্গিস হলো কতখানি, বন্ধনটা আজো
ঠিক আছে নাকি, আগের মতোই?
ঈদ মানে ঝালিয়ে নেওয়া পুরাতন যত বন্ধু -স্বজন
যেথা খুশী ঢুকে পড় সকলেই আজ আপন জন।
যে ছেলেটা মুসলিম নয়। কেবলই বন্ধুজন। সে-ও
নতুন জামা কাপড় পরে এসেছে চলে ঘরে বিকালে
আজ আর চায়ের সাথে টা নয় বরং টায়ের সাথেই চা-টা হবে
বিবিধ ধরনের ‘টা‘ টেবিল জোড়া। সেই সাথে খালাম্মার পায়ে সালাম
এবং ঈদির এক শ টাকার নোট।