ঈদুল আজহার কবিতাঈদের কবিতাকবিতাপ্রথম পাতাসর্বশেষ

ঈদ এলো: ঈদ মোবারক

লুনা রাহনুমা

মস্ত বড় আকাশটাতে চাঁদ উঠেছে কাস্তে সরু
সোনার মতো ঝলমলে নয়, রুপার মতো মিহি পুরু।
ছেলে বুড়ো বেজায় খুশি, দেখা গেছে চাঁদের হাসি
ঈদের আগে বাড়ির ছাদে, ফুটছে দেখো আতস বাজি।

লাল জামাটা আলমারিতে রাখা আছে কবে থেকে
লুকোনো আছে নতুন জুতো, চুলের ফিতা শেষের তাকে।
আম্মা রাঁধেন খিঁচুড়ি, পায়েস, আব্বা ছোটেন বাজারে
কাকা কাকীর আওয়াজ উঁচু, ঘর বাড়ি সব সাজারে।

ভাঙা ঘরের বাচ্চা দুটোর ঈদ এসেছে নীরবে
কালকে তারা ঈদগাহ মাঠে ময়লা কাগজ কুড়াবে।
নামাজ শেষে মানুষগুলোর মনটা থাকে আবেগী
দুস্থ দুঃখী সবাইকে দেয় সাধ্যমতো সালামী।

বছর ঘুরে ঈদ এসেছে, খুশির আমেজ বাতাসে
ধনী গরিব কাঁধ মিলবে- একতার এক উঠানে।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]