ঈদুল আজহার কবিতাঈদের কবিতাসম্পাদকের লেখা

ঈদ মোবারক

আশিক মাহমুদ রিয়াদ

বাতাসে বইছে দেখো আজ পবিত্রতার স্নিগ্ধতা
আকাশে ফকফকে সূর্য, পাতা ঝিলমিল করা পত্রপল্লবি
আজ এসেছে খুশির দিন, চারদিকে আনন্দের হিড়িক
বিভেদ ভুলে এসো বাড়াই যোগাযোগ,
তোমাকে জানাই ঈদ মোবারক।

মসজিদের আজান ভেসে আসে।
ঘুম ভেঙে চারদিকে কী সুন্দর মোহমায়া।
আজ দেখো বিজয়ের এই দিনে,
দুঃখ ভুলে হাসতে শিখেছি আমরা!

আলিঙ্গন করেছি পরস্পরকে,
ভেঙেছি মধ্যকার জরাজরকে
দু’হাত ভরে এসো বিলিয়ে দেই আজ
সবাই সেজেছে আজ,
এসো অস্তিত্বের আহ্বানে!



 

বঞ্চিতরাও হাসুক এইদিনে !
এই উচ্ছ্বাসের আহ্বানে।
হাসুক সব মলিন গোলাপ ,
সব বিভেদ ভুলে
সাহায্যের হাত বাড়াও আজ এই দিনে !

হে প্রভু, তোমার করুনার প্রতিচ্ছবি বিশ্বভূবনে !
তোমার তরে মাথা নত করি তবে,
পূণ্যের উদগীরণে ভরে যাক বিশ্ব,
সব ভেদাভেদ ভুলে, দুঃখ মুছে
প্রার্থনা করি আজ আকুলতায়
যত আছে  সময় কালক্ষয় !
ধুয়ে মুছে যাক তোমার করুণায় !



এসো সবাই একসাথে
দাড়াই পাশাপাশি,
করি ঈদের সালাত আদায়।
স্নিগ্ধতায় ডুবে যাই আজ
এই পার্থিব আনন্দ ক্ষণে,
এসো জড়াই আলিঙ্গনে
সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক ।

 

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]