ঈদুল আজহার কবিতাঈদের কবিতাকবিতাগৌতম সরকারপ্রথম পাতাসর্বশেষ

ঈদ সওগাত

গৌতম সরকার

ও আমার মেঘলা আকাশ
একটু বৃষ্টি দিও
খুশির এই ঈদের দিনে
আমাদের দাওয়াত নিও।

ও ভাই মেঘলা আকাশ
গ্রীষ্মের নিদাঘ দিনে
শরীরের ঘামগুলো সব
বৃষ্টির প্রহর গোনে।৷

রমজানের মাসটি জুড়ে
রোজার এই পুণ্যতোয়ায়
ও আমার মেঘলা আকাশ
বৃষ্টির আকাশ দোলায়
ভরুক আজ পুকুর জমি
প্রাণ জুড়াক দিগ্বিদিকে
ও ভাই মেঘলা আকাশ
বৃষ্টি দিকে দিকে।

ও আমার মেঘলা আকাশ
ঈদের এই খুশির দিনে
সিমাই পায়েস খুশবু ছড়াক
নতুন এই বাদল চিনে।
ও ভাই মেঘলা আকাশ
আকাশ গঙ্গা বইয়ে দিয়ে
দিকদিগন্ত ভাসিয়ে দিও
ভালোবাসার নোঙর বেয়ে।

ও আমার মেঘলা আকাশ
নীল আকাশের চাদর ঘেরে
যে কান্না লুকিয়ে আছে
বইয়ে দাও সুখসাগরে
ও ভাই মেঘলা আকাশ
আজকের ঈদ সওগাতে
একটু বৃষ্টি দিও
সন্ধ্যে বা ভোরপ্রভাতে৷

ভালোবাসায় ভরে উঠুক
মনমানুষের জানলাগুলো
মেঘলা আকাশ তোমার পরশ
ভরে তুলুক মানুষগুলো।

ঈদের এই পুণ্যবেলায়
বাদলের পাগল খেলায়
মেতে উঠুক উতল হাওয়া
তারপর বৃষ্টি ঝরুক।

কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]