ঈদুল আজহার কবিতাঈদের কবিতাপ্রথম পাতাসর্বশেষ

খুশির ঈদ এসেছে

সাবিরুল সেখ

ত্রিশ দিনের রোজার শেষে
খুশির ঈদ এসেছে,
ধরার বুকে ফোয়ারার মতো
আনন্দে সব হেসে উঠেছে।

রমজানের ঐ পরে দেখো
সওয়ালের চাঁদ উঁকি দিয়েছে,
বাদসা- ফকির সবাই মিলে
আনন্দে মেতে উঠেছে।

ত্রিশ দিনের মাহে রমজান
হয়েছে সবে শেষ,
শিশু- যুবক- বৃদ্ধ সবে
পরেছে নতুন বেশ।

খুরমা খেজুর খেয়ে মোরা
যাব খুশিতে ঈদগাহে,
নামাজ শেষে ফিরব ঘরে
মান- অভিমান রেখে বাঁয়ে।

আজকে ঈদের নামাজে মশগুল
থাকবে বিশ্বজাহান,
সব ব্যথা ভুলে মোলাকাত হবে
থাকবে না কোনো অভিমান।

পাষাণ হৃদয় গলে যাবে আজ
ঝরবে দুটি চোখে আনন্দে জল,
ভায়ের সাথে মিলবে ভায়ে
আঁখি ভরা জলে টলমল।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]