শুভ জিত দত্ত
ওই উঠেছে আকাশে চাঁদ
কালকে খুশির ঈদ।
একটি মাস রোজা শেষে
আসে খুশির ঈদ,
নামাজ শেষে কোলাকুলি
বড় ছোট নির্বিশেষে।
নানা রকম আয়োজনে
মেতে থাকি সবাই মিলে।
দুঃখ সুখের ভাগাভাগি
করব সবাই মিলে।
নতুন জামা নতুন জুতা
পড়বো মজা করে।
ঘোড়াঘুড়ি খাওয়া দাওয়া
নাইকো মজার শেষ।
লাচ্ছা সেমাই ফিরনি মিটাই,
নানা রকম আয়োজনে
ঈদ জমে ওঠে।
ভেদাভেদ ভুলে সবাই
আনন্দে মেতে ওঠি,
সরিয়ে যত দুঃখ গুলো