ইমতিয়াজ সুলতান ইমরান
আজকে সবাই যাচ্ছে ভেসে হাসিখুশির বানে
সবার সাথে আমারও খুব পুলক জাগে প্রাণে।
কী হয়েছে? কী ঘটেছে? কিসের মাতামাতি?
কিসের খুশি? জানতে করে মনটা আতিপাতি!
দিন গড়িয়ে ঘনিয়ে যখন এলো সাঁঝের বেলা
বনবাদাড়ে আলোর জোনাক জমিয়েছে মেলা।
দূর আকাশে চেয়ে আছে পাড়াপড়শি যতো
একটা নাকি চাঁদ উঠেছে কচি শিশুর মতো।
সন্ধ্যা বেলায় চাঁদ দেখিতে মাঠে সবাই এলো
সবার মতো আমার মনে আগ্রহ খুব পেলো।
হঠাৎ দেখি মেঘের ফাঁকে চিকন চাঁদের হাসি
উপর থেকে ঝরছে যেন জোছনা রাশিরাশি।
রমজানের ঐ রোজার শেষে… উঠলো বেজে গীতি
ঈদের মহান, নজরুলের গান… সাম্য সুখের প্রীতি।
বিভেদ ভুলে নিজেকে আজ বিলিয়ে সবাই দেবেন
ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদের সালাম নেবেন।
সিলেট, বাংলাদেশ।