ঈদের সেরা সালামি স্ট্যাটাস ২০২৪

ঈদের সেরা সালামি স্ট্যাটাস ২০২৪

ঈদ মুসমানদের প্রধান দু’টি উৎসবের একটি। ঈদ আসলেই বেড়ে যায় আনন্দ ও উৎসবে মাতোয়ারা হয় সবাই। ‘ঈদের সালামি’ কিন্তু অত্যন্ত আনন্দকর একটি বিষয়। পরিবারের বড়কোন ব্যাক্তির কাছ থেকে ঈদের সালামি নেওয়া যায়। আবার ছোটরাও ঈদ সালামির জন্য আবদার করে বসে। কিন্তু যুগ পাল্টেছে, পরিবারের বাইরেও আছে অনেক আপনজন। তারা সবাই দুর-দুরন্তে থাকে। কিন্তু তাই বলে কি তাদের কাছে ঈদের সালামি চাওয়া যাবে না? অবশ্যই যাবে।

ঈদের সেরা সালামি স্ট্যাটাস নিয়ে হাজির হয়েছি আমরা। এখান থেকে আপনার পছন্দ মতো লেখা কপি করে ফেসবুকে পোস্ট করতে পারেন। অথবা কাছের কোন প্রিয়জনকে এই লেখা পাঠাতে পারেন। আপনার ঈদ হোক আনন্দময়!

আসসালামু আলাইকুম বড় ভাইরা।এতগুলা বড় ভাই।। সবাই জব করে এখন মাশাল্লাহ। ভাইয়ারা ঈদের সালামি পাঠাইয়া দেন। একটু আনন্দ করি আমিও!

ঈদের খুশি বাড়াতে সালামি দিন বিকাশ-এ।
ঈদের চাঁদ আকাশে,
সালামি দেন বিকাশে।
বিকাশ :

ঈদ আসছে গতিতে,
সালামি দিন রকেটে
রকেট :

ঈদের খুশি ভাগাভাগি,
করে জান নগদে তারাতাড়ি
নগদ :

সালামি হবে ডান,
সিওরক্যাশই সমাধান।🙆‍♂️
শিওরক্যাশ :

ছোটদের যেভাবে খুশি হয়ে সালামি দিবেন-

সালামি লাগবো কারকার?
যোগাযোগ কইরো..
ইদের দিন পাঠায়া দিবোনে… 😌
সালামি সম্পর্কিত ফেসবুক পোস্ট-
স্টুডেন্ট মানুষ এর কাছে
ভাই সালামি দেন, ভাই পাঞ্জাবী কিন্না দেন, জুতা কিন্না দেন এগুলা বলবেন না!… এদের কোনো ইনকাম সোর্স নাই, যদি টাকা থাকে তাইলে নিজ থেকেই সামর্থ্য অনুযায়ী সালামি দেবে। বেকার মানুষ এর কাছে সালামি চেয়ে বিব্রতকর অবস্থায় ফেলবেন না। ধন্যবাদ।
সালামি হিসাবে নিজের মন ছাড়া আপাতত দেবার কিছুই নেই!
কেউ বয়ফ্রেন্ড থেকে সালামি পাইতেছে,কেউ গার্লফ্রেন্ড থেকে পাইতেছে,কেউ ফ্রেন্ড থেকে সালামি পাইতেছে,কেউ ফেসবুক ফ্রেন্ড থেকে সালামি পাইতেছে,কেউ রিলেটিভ থেকে সালামি পাইতেছে আর এইদিকে আমারে চান্দেও চিনেনা,আমারে সূর্যেও চিনেনা!
সালামি একটি সুন্দর রেওয়াজ।
সবাই সাধ্যমতো সালামি দিন; ঈদের আনন্দ বাঁচিয়ে রাখুন।
সালামি একটি সুন্দর ব্যাপার
সবাই সাধ্যমতো সালামি দিন,
ঈদের আনন্দ বাঁচিয়ে রাখুন।
ডিজিটাল সালামিখোরদের উদ্দেশ্যে বলতে চাই, ঈদে আমার কাছ থেকে সালামি পাওয়ার একটা সহজ ফর্মুলা আছে! আমার ব্যাংক একাউন্টে আপনার কিডনির বর্তমান বাজারমূল্যের সমপরিমাণ অর্থ আগেভাগেই ডিপোজিট করে দেন। চাহিবামাত্র সালামি দিতে বাধ্য থাকিবো। ধন্যবাদ
যারা আমাকে ফলো করেন , তারাই শুধু ঈদের সালামি চাইবেন।

সালামি ফানি স্ট্যাটাস

১.

গতবছর যে জুনিয়রকে সবচেয়ে বেশি টাকা সালামি দিয়েছিলাম, সে পরবর্তীতে সেমিস্টার ড্রপ খেয়েছে।
আরেকজনকে সামান্য কিছু টাকা দিয়েছিলাম, কিছুদিন পর শুনলাম ওর ব্রেকাপ হয়ে গেছে। ছেলে এখন পাগলের মত আচরণ করে।
অথচ, এক জুনিয়র মেসেজ দিয়ে বলেছিলো, “ভাইয়া শুধু দোয়া করবেন আমার জন্য। সালামি লাগবে না।” ওর এখন বিরাট অবস্থা। সিজি ৩.৯২। মাসিক ইনকাম হাজার চল্লিশেক। গার্ল্ফেন্ড একটা আছে, তাও মেয়েরা পিছে ঘুরঘুর করে।
এখন… তোমার জীবন, তোমার সিদ্ধান্ত। তুমি ভেবে দেখো কি চাও। সালামি নাকি সমৃদ্ধি…!!!

২.

জুনিয়রদের মধ্যে আমার সাথে যাদের ছবি আছে, প্রমাণ সাপেক্ষে শুধু তাদেরকেই সেলামি দিবো…
সেলফি থাকলে ১০ টাকা, অন্যথায় ২ টাকা…!
৩.
আমি দিতে চাই দেনমোহর, সে চায় সালামি ।
হিসাবও বুঝেনা
৪.
লিস্টের সিনিয়ররা ঈদে সালামি না দিলে বিয়ে হবে না।
৫.
আপনি যে ই হোন আপনার নাম্বার পাঠিয়ে দিন মেসেঞ্জারে। সালামি দিয়ে দেব৷ 😌
৬.
এই ঈদে কোন বড় ভাই আপু কেউ সালামি দিলেন না। এই আফসোস সারাজীবন মনে থাকবে! 🙃
৭.
স্টুডেন্ট মানুষ এর কাছে
ভাই সালামি দেন, ভাই পাঞ্জাবী কিন্না দেন, জুতা কিন্না দেন এগুলা বলবেন না!… এদের কোনো ইনকাম সোর্স নাই, যদি টাকা থাকে তাইলে নিজ থেকেই সামর্থ্য অনুযায়ী সালামি দেবে। বেকার মানুষ এর কাছে সালামি চেয়ে বিব্রতকর অবস্থায় ফেলবেন না। ধন্যবাদ।
৮.
লামি দেওয়ার জন্য নতুন নোট হবে কারো কাছে?
৯.
সালামি লাগবে না ঈদের দিন খোঁজ নিয়েন, মেসেজ দিয়েন, কল দিয়েন।🖤
এতেই অনেক একাকী জীবন কাটিয়ে দেওয়া মানুষের মুখে ঈদের হাসি ফুটবে।
তাদের কাছে এতোটুকুই অনেক!! 😊
১০.
যেসব জুনিয়রদের সিল দিসি, তারা শুধু সালামি পাবে আমার কাছে
১১.
সালামি না দিলে
ঈদের আনন্দ আর আনন্দ থাকে না..
১২.
অনেক বছরপর আগের মতো ঈদের এক্সাইটমেন্ট কাজ করছে ,সালামি কতো পেলাম সেটা ব্যাপার না নতুন নোট পাচ্ছি এটাই মজা লাগছে।
আমরা অল্পতেই খুশি থাকা শেষ জেনারেশন ,যারা ১০ টাকা সালামি পেয়েও খুশি থাকতাম ।আমার ঈদ শুরু হয়ে গেছে ,আপনাদের ???
১৩.
সালামি.
সবার কাছে ১০/১২ করে চাইছি, আমি অতো ছ্যাচরা’মি করতে পারবো না, আর ১০/১২ চাইবো দিলে দিবে না দিলে নাই। আমার অতো লোভ নাই..😄
১৪.
লিস্টে সবাই যদি ৫০টাকা করে সালামি দাও তাহলে আমার যেহেতু ৩০০০+ ফেসবুক ফ্রেন্ড আছে,ধরে নেই ৩০০০ই।তাহলে ৩০০০×৫০=১৫০০০০ হয়।সেই টাকা দিয়ে আমি তরমুজের চাষ করে বিক্রি করেই রাতারাতি বড়লোক হতে পারি।বন্ধুগণ আমি তোমাদের যথেষ্ট ভালোবাসি।আশা করি তোমরা অবশ্যই আমাকে সহযোগিতা করবে।তোমাদের লাবিউ
১৫.
জুনিয়রদের মধ্যে আমার সাথে যাদের ছবি আছে, প্রমাণ সাপেক্ষে শুধু তাদেরকেই সেলামি দিবো…
সেলফি থাকলে ১০ টাকা, অন্যথায় ২ টাকা…!
১৬.
যারা আমার প্রেমে পড়েছেন, শুধু তারাই সালামি চাইবেন। ধন্যবাদ! 🙂
১৭.
সালামি একটি সুন্দর রেওয়াজ,
সবাই সাধ্যমতো সালামি দিন;
ঈদের আনন্দ বাঁচিয়ে রাখুন❤️
১৮.
সালামি জিনিসটা একটা টপনচ টাইপের অনুভূতি। আমার মনে হয় সালামি আদান-প্রদানের এই স্টেরিওটাইপ টা নষ্ট করা উচিত না।
সালামি বলতে খুব বেশি যে টাকা, তা কিন্তু নয়। এই ধরেন যাই পারেন দিলেন, সাথে একটা ছোট্ট সালামি মেসেজ। এই জিনিসটাই সবচে সুন্দর।
সালামি দিয়ে কেউ কখনো শপিং করছে, ঈদের বাজার করসে, ফাইভস্টার হোটেলে খাইতে বসছে— এমনটা আমি কখনো শুনিনাই। তাহলে কয়টাকা দেয় সালামিতে?
কেউ এক টাকা, কেউ পঞ্চাশ পয়সা, কেউ পাঁচ টাকা, কেউ একশো টাকা। এগুলো দিয়ে কিছুই হয়না। কিছুটা মানসিক স্বস্তি কাজ করে। ভাই আমাকে ভোলেনি, আপু আমাকে মনে রেখেছে, অমুক সিনিয়র ভাইয়াও দিসে, অমুক জুনিয়র দিসে— এইযে একটা ছোট্ট ডিসকাশন, এটা একটা সুন্দর অনুভূতি।
আমি সবসময় সালামির পাগল। এক টাকা দিক, তাতে সমস্যা নেই। আমি অপেক্ষা করি ঐ মেসেজের। একটা মানুষ সুন্দর করে উইশ করবে, গুছিয়ে দুটো কথা লিখবে, এই ব্যাপারটাই জোশশশ!
সালামি দিবেন, সালামি নিবেন।❤️
১৯.
সালামি চেয়ে নেওয়াই উচিত 💥
২০.
যে সালামি চেয়ে নিতে হয় সেটায় ভালোবাসা থাকেনা। ভালোবাসার লোক আপনাকে খুঁজে নিজ দায়িত্বে সালামি দিবে।
সুতরাং অযথা কাউকে বিরক্ত করবেন না।
২১.
আজকে থেকে সালামি দিবো,জুনিয়রদের অগ্রাধিকার দেয়া হবে,সবাই এই পোস্টের কমেন্ট অথবা ইনবক্সে নাম্বার দিয়ে রাখবা,অগ্রিম ঈদ মুবারক 🌙
পরিমাণ কোনো বিষয় নয়, ভালবাসাটাই মুখ্য🤗
ব্যাগ ভর্তি টাকা না থাকলেও বুক ভরা ভালোবাসা আছে🙃
২২.
জুনিয়র যাদেরকে ইতোমধ্যে সালামি দিয়েছি তারা বাদে যাদেরকে দেওয়া হয়নি তারা ইনবক্সে বিকাশ নাম্বার দাও।এখানে কমেন্ট করার দরকার নাই। অনেক জুনিয়র সবাইকে তো আর পার্সোনালি নক করা সম্ভব না।
২৩.
সালামি লাগবেনা, ঈদের দিন কেমন আছি মন খারাপ নাকি খোঁজখবর নিয়েন। শুভেচ্ছা জানাইয়েন কল দিয়েন। এতোটুকুতেই আমি খুশি।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
ত্বক- গোলাম রসুল

ত্বক- গোলাম রসুল

গোলাম রসুল গোল হয়ে ঘুরছে কান্না আপনজনের মতো সন্ধ্যা নামছে বেহেশতের আকাশ শাশ্বত মেঘ থেকে বৃষ্টি পড়ছে মেঘের জলের রেখায় নৌকার প্রহর জনতার ভিড়ের ওপর ...
কিভাবে মগ ডাকাতদের রাজধানী হলো ভোলা জেলা | Bhola District History

কিভাবে মগ ডাকাতদের রাজধানী হলো ভোলা জেলা | Bhola District History

ভোলা, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সমৃদ্ধশালী জেলা, এ জেলার পাশ দিয়ে বয়ে গিয়েছে কালোবাঁদর, মেঘনা; যমুনা, ব্রহ্মপুত্রের মতো বাংলাদেশের উল্লেখযোগ্য সব নদী, শুধু কিন্তু তাই নয়। ...
ছোট্টবেলার মত

ছোট্টবেলার মত

শংকর দেবনাথ ঝুলুক-ঝালুক শাপলা-শালুক বিলের জলে ভাসে, ইচ্ছে মনে দিচ্ছে তাড়া একছুটে যাই পাশে- কিশোরবেলার পারা। একটা-দু’টো মুঠোমুঠো শাপলা তুলে- জলে, লাফাই-ঝাঁপাই- না পাই খুঁজে ...
নীল বেদনা

নীল বেদনা

আশিক মাহমুদ রিয়াদ ঐ নীল চোখা বেদনার মধ্যে একধরণের মিশ্র সুখ আছে! তুমি জানো সেসব কথা। শেষবার যখন হাত ধরেছিলে তখন আমার নাকের নিচে গোফের ...
অচিনপুরের দেশে: পর্ব ৩

অচিনপুরের দেশে: পর্ব ৩

গৌতম সরকার এবং পাঞ্চালী মুখোপাধ্যায় (পাঞ্চালী মুখোপাধ্যায়) এই অনিশ্চিত ভবিষ্যত, দোলায়মান ভাগ্যের দড়িতে ঝুলতে ঝুলতে জীবনের রোপওয়েতে পরিভ্রমণ – কখন কি ঘটবে এই জিজ্ঞাসা পরতে ...
বেশ্যা বাড়ির মাটি

বেশ্যা বাড়ির মাটি

আশিক মাহমুদ রিয়াদ শারদপ্রাতে, বাতাসে মিষ্টিঘ্রাণ আকাশে ওড়ে সাদা মেঘ, ধু ধু কুয়াশা ঘেরা প্রান্তরে মর্ত্যলোকে নামলেন দেবী! চারদিকে ছড়িয়ে গেলো সুঘ্রাণ, ধুপ-ধুনোর গন্ধ রাঙালো ...