প্রতি বছর বাড়ি ফেরার উৎসব মানুষের জীবনে শান্তি নিয়ে আসে। নাড়ির টানে বাড়ি ফেরার এ আনন্দ অপার্থিব। গ্রামের সবুজ-শীতল পরিবেশ, গাছতলায় নিজের স্বপ্নের ঘর আর প্রিয়জনদের প্রিয়মুখ। সব কিছু নিয়ে এক ধরণের অদ্ভুত সুন্দর সম্মোহনের সৃষ্টি হয় নিজের মাতৃভূমির প্রতি। বাংলাদেশের প্রেক্ষাপটে বাড়ি ফেরার উৎসব মূলত দুই ঈদেই বেশি হয়। এছাড়াও পাশাপাশি ধর্মালম্বীদের উৎসবকে ঘিরেও মানুষ নীড়ে ফেরে, নিজেদের অস্তিত্বের আহ্বান।
প্রিয় দর্শক ছাইলিপির সিনেমানামার এই এপিসোডে আমরা আপনাদের জানাবো বাড়ি ফেরাকে ঘিরে যে গানগুলো হৃদয় ছুঁয়েছে সেরকম গান সম্পর্কে। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি দেখে থাকেন ফেসবুকে, তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই পেইজটিকে ফলো করুন।